প্রবৃদ্ধি প্রকল্পের আওতায় ভৈরব পৌর সভায় ওয়ান স্টপ সেন্টার উদ্বোধন

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ” স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে প্রবৃদ্ধি আছে আপনার পাশে ” এই স্লোগান কে কেন্দ্র করে আজ ২৬ মে রবিবার দুপুরে ভৈরব পৌর মিলনায়তনে উক্ত উদ্বোধনীঅনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জের ভৈরব পৌর সভায় প্রবৃদ্ধি প্রকল্পের আওতায় ভৈরব পৌর সভায় ওয়ান স্টপ সেন্টার উদ্বোধন করা হয়েছে। প্রবৃদ্ধি প্রকল্পের মাধ্যমে ভৈরবের ব্যবসা বানিজ্য দিন দিন আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছে এবং উন্নতির ছোয়া পেতে যাচ্ছে। প্রবৃদ্ধি প্রকল্প ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে সহ বাংলাদেশের বিভিন্ন পৌর সভায় প্রবৃদ্ধি প্রকল্পের অধীনে ওয়ান স্টপ সেন্টার প্রোগ্রামের মাধ্যমে প্রতিটি পৌর সভায় চালু হলে বিভিন্ন কার্যক্রম অনেক সহজ হয়ে যাবে বলে মনে করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গুলী।

উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব নাজমুল হাসান পাপন কে প্রধান অতিথি করে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজাল্যান্ড রাষ্ট্র দূত রেটো রেঙ্গুলী, যুগ্মসচিব স্থানীয় সরকার বিভাগ ও প্রকল্প পরিচালক এর পরিচালক মো: কামাল হোসেন, কান্ট্রি ডিরেক্টর সুইস কন্ট্রাক্ট মজিবুর হাসান সেজান, পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, সহকারী কমিশনার (ভূমি) রেদুয়ান আহমেদ রাফি, প্যানেল মেয়র মোমিনুল হক (রাজু), উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মুনসুর প্রমুখ।

সর্বশেষ