কোপা আমেরিকায় নারী রেফারি

আকাশ দাশ সৈকত

আসন্ন কোপা আমেরিকায় পুরুষদের সাথে প্রথমবারের মতো নারী রেফারিদের ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে মাঠে।

বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল টুর্নামেন্টগুলোর মধ্য অন্যতম ল্যাতিন শ্রেষ্ঠের লড়াই কোপা আমেরিকা। টুর্নামেন্টটি এখন পর্যন্ত অতিক্রম করে পেলেছে শততমবর্ষ । তবে শতবর্ষী এই টুর্নামেন্টে কখনো নারীদের মাধ্যমে ম্যাচ পরিচালনা করেনি দক্ষিণ আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রকারী সংস্থা (কনমেবল)। তবে এবার সেই পুরনো রেকর্ড ভেঙ্গে যাচ্ছে । প্রথমবারের মতো আসন্ন কোপা আমেরিকার মঞ্চে পুরুষদের সাথে ম্যাচ পরিচালনা করবেন দুই নারী রেফারি । তারা হলেন যুক্তরাষ্ট্রের
মারিয়া ভেক্টোরিয়া পেনসো ব্রাজিলের এদিনা আলভেজ।

আসন্ন কোপা আমেরিকার জন্য গতকাল রেফারিদের এক তালিকা প্রকাশ করে দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল। যেখানে তালিকার নারী অফিশিয়ালদের অন্তর্ভুক্তের পর এক বিবৃতিতে কনমেবল বলে, ‘বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে ভারসাম্য নিয়ে আসতে মাঠ ও মাঠের বাইরে নারীদের আরও উন্নতি ও পেশাদার বানাতে ২০১৬ সাল থেকেই প্রতিশ্রুতিবদ্ধ কনমেবল।’

এই দুজন ছাড়া এবার কোপা আমেরিকায় সহকারী রেফারি হিসেবেও দেখা যাবে আরও পাঁচ নারীকে—ব্রাজিলের নেউজা, কলম্বিয়ার মেরি ব্লাঙ্কো, ভেনেজুয়েলার মিগদালিয়া রদ্রিগেজ এবং যুক্তরাষ্ট্রের ব্রুক মায়ো ও ক্যাথরিন নেসবিট। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবেও একজন নারীকে দেখা যাবে। নিকারাগুয়ার তাতিয়ানা গুজমান পেয়েছেন এই দায়িত্ব।

উল্লেখ্য পেনসো ২০২৩ নারী বিশ্বকাপ ফাইনালে রেফারির দায়িত্ব পালন করেন। এদিনা আলভেজ ২০১৯ ও ২০২৩ নারী বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেছেন। এছাড়া ২০২১ সালের ৭ ফেব্রুয়ারিতে ছেলেদের সিনিয়র ফিফা টুর্নামেন্টে প্রথম নারী হিসেবে ম্যাচ পরিচালনার রেকর্ড আছে আলভেজের দখলে। তাছাড়া পরের মাসে প্রথম নারী রেফারি হিসেবে ব্রাজিল ঘরোয়া ফুটবলে ছেলেদের ‘ডার্বি’ (করিন্থিয়ান্স-পালমেইরাস) হিসেবে পরিচিত ম্যাচও পরিচালনা করেন তিনি।

সর্বশেষ