ভৈরবে বাড়ির সীমনায় বৃষ্টির পানি পড়া নিয়ে দ্বন্দ্বে যুবক খুন

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জের ভৈরবে শ্রীনগর ইউনিয়নের ভবানি পুর গ্রামে বাড়ির সীমানয় বৃষ্টির পানিপড়া ও নিস্কাশনের ব্যবস্থা নিয়ে জাহাঙ্গীর নামে এক যুবককে খুন করার অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।

নিহত জাহাঙ্গীর উপজেলার ভবানীপুর গ্রামের মো: হাফিজ উদ্দিনের ছেলে। তার দুই কন্যা ও দুই পুত্র সন্তান রয়েছে। আজ সোমবার সন্ধ্যায় ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্বজনরা জানান, বাড়ির সীমানায় বৃষ্টির পানি পড়া ও তা নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে প্রথমে তর্ক বিতর্কের সৃষ্টি হয় পাশের বাড়ির চাচাত ভাইদের মাঝে। পরে এ নিয়ে একই সীমার প্রতিপক্ষের জামাল মিয়া, কাসেম মিয়া গংদেরকে গালি দেয়ার অভিযোগ তোলে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জাহাঙ্গীরের উপর আক্রমণ চালায়। এসময় জাহাঙ্গীরের বুকে ছুরিকাঘাত করায় সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফারিয়া নাজমুন প্রভা জানান, জাহাঙ্গীর নামে ওই যুবককে হাসপাতালে মৃত অবস্থায় পাওয়া যায়। বুকে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশকে এবিষয়ে ইনফর্ম করা হয়েছে।

এবিষয়ে ভৈরব থানার উপ পরিদর্শক ফরিদুজ্জামান জানান, হাসপাতালে এসে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে। এঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। ঘটনাস্থলে ভৈরব থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ও পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। এবিষয়ে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ