শাহরাস্তিতে মালিকানা ভূমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ

ষ্টাফ রিপোর্টার:

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সেনগাঁ সূত্রধর পাড়ায় মালিকানা জায়গার উপর দিয়ে জোরপূর্বক রাস্তা পাকা করনের অভিযোগ উঠেছে। সেনগাঁ সূত্রধর পাড়ায় বাসিন্দা, অরুন সূত্রধর, সুশীল সূত্রধর, দীপক সূত্রধর ও রাধেশ্যাম সূত্রধর বলেন, সরকারী রাস্তার হালটের জায়গা দখল করে আছে আবুল কালাম। এখন রাস্তা পাকা করার জন্য হালটের জায়গা ব্যবহার না করে আমাদের ৩২ টি পরিবারের ৪০২দাগের বাড়ির জায়গা জোর পূর্বক পাকা করতেছে ঠিকাদার। আমরা এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর মেয়রের নিকট লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছি না। এদিকে আবুল কালাম আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকিও দিচ্ছে। সরকারী হালট ব্যবহার না করে আমাদের মালিকানা সম্পত্তিতে কেন জোর পূর্বক রাস্তা নির্মাণ করবে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এই বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরীর সাথে যোগাযোগ করলে, তিনি বলেন আমি লিখিত অভিযোগ পেয়েছি। কাগজপত্র দেখে তারপর সিদ্ধান্ত জানাতে পারবো।

সর্বশেষ