ভৈরবে নিরাপদ নৌ- যাত্রায় মত বিনিময় সভা

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

ঈদ কে সামনে রেখে ভৈরবে নৌকার মাঝি,স্পীড বোড চালকদের সাথে নৌ- পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ নৌ- অঞ্চল ও ভৈরব নৌ- থানা পুলিশের আয়োজনে আজ রোববার বিকালে নৌ- থানা চত্বরে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ নৌ- অঞ্চলের সহকারি পুলিশ সুপার হুমায়ুন কবির আকন্দ বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এবং মানুষ যেন নিরাপদে বাড়ি ফিরতে পারে সেজন্য মাঝিদেরকে এবং স্পীড বোট চালকরা অতিরিক্ত যাত্রী বহন না করে, রাতের বেলায় যেন নদীতে নৌ- যান চলাচল না করে এবং লাইভ জ্যাকেটসহ নৌ- আইন মেনে চলার আহবান জানান। তাছাড়া ৬ এপ্রিল ১৬ এপ্রিল পর্যন্ত নদীতে তোন প্রকার ভলগেট চলাচল বন্ধ রাখার নির্দেশ দেন। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিআইডব্লিউটিএর উপ- পরিচালক রেজাউল করিম, অভ্যন্তরীন নৌ- অধিদপ্তরের পরিদর্শক জহিরুল কায়য়ুম, নৌ- থানার অফিসার ইনচার্জ কেেম মনিরুজ্জামান , উপ- পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।

সর্বশেষ