ভৈরবে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ভৈরবে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরবে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে । দিবসটি উপলক্ষ্যে সকাল ৬.১ মিনিটে দূর্জয় মোড়ে ৩১ বার তোপধব্বনি দেয়া হয় । পরে স্বাধীনতা স্মৃতিস্তম্ভ দূর্জয় পাদদেশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন নির্বাহী কমর্কর্তা একেএম গোলাম মোর্শেদ খান, পরে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ,ভৈরব থানা, হাইওয়ে থানা,নৌ- থানা প্রশাসন,প্রেসক্লাব,রিপোর্টাস ক্লাব,টিভি জানার্নালিষ্ট এসোসিয়েশন,মফস্বল সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে সরকারি – বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে । এছাড়া শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শরীরচর্চা সহ ডিসপ্লে প্রশর্শন করা হয়। এছাড়াও আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ