ভৈরবে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

ভৈরবে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে । উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বঙ্গ -বন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসন,থানা প্রশাসন,বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী একে এম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফিকুল ইসলাম, ওসি তদন্ত শাহিদ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন,শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান।

এ সময় বক্তারা বলেন, ৭ ই মার্চের ভাষণ ছিলো এদেশের মানুষের পরোক্ষ স্বাধীনতার ডাক। ১৯৬৯ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তান ১৬৯ টি আসনের মধ্যে ১৬৭ টি আসনে জয়ী হলে ও পশ্চিম পাকিস্তান সরকার তা মেনে নেয়নি। যার ফলশ্রূতিতে পরবর্তীতে স্বাধীনতার যুদ্ধে বাঙালিরা মুক্তিযোদ্ধ করে স্বাধীন করেন।

সর্বশেষ