রাজ্জাক-শামসুন এওয়ার্ড পেলো জবির দুই শিক্ষার্থী

সুমাইয়া সিকদার অনামিকা, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থবিজ্ঞান বিভাগের দুইজন শিক্ষার্থী রাজ্জাক-শামসুন এওয়ার্ড পেয়েছেন। এছাড়া ১৭তম ব্যাচ ও ১৮তম ব্যাচের নবীন বরণ এবং ১১তম ব্যাচ ও ১২তম ব্যাচের বিদায় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদেরকে রাজ্জাক-শামসুন এওয়ার্ড দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান এবং ট্রাস্টি পরিবারের সদস্য ব্যারিস্টার মো. সারওয়ার জাহান।

প্রতিবছর ‘রাজ্জাক-শামসুন ট্রাস্টি বোর্ড’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রতি শিক্ষাবর্ষের দুইজন শিক্ষার্থীকে আর্থিক পুরস্কার ও সনদ প্রদান করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার স্নাতক পর্যায়ের ১৭তম ব্যাচ ও ১৮তম ব্যাচের নবীন বরণ, স্নাতকোত্তর পর্যায়ের ১১তম ব্যাচ ও ১২তম ব্যাচের বিদায় অনুষ্ঠান শেষে দুইজন শিক্ষার্থীকে ‘রাজ্জাক-শামসুন ট্রাস্টি বোর্ড’ এর পক্ষ থেকে আর্থিক পুরষ্কার ও সনদ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানটির আয়োজক কমিটির আহবায়ক হিসেবে স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. মো. কুতুব উদ্দিন। এসময় পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষিকা এবং নবীন ও বিদায়ী শিক্ষার্থীবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ