বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান পরিদর্শন করলেন আখাউড়া স্থলবন্দর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

দেশের দ্বিতীয় বৃহত্তম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করলেন বাংলাদদেশ স্থলবন্দরের চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরী। মঙ্গলবার (২০ফেব্রুয়ারি) দুপুরে সরকারী গাড়ী যোগে সড়ক পথে আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছান তিনি। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রাবেয়া আক্তার, স্থবন্দর সহকারী পরিচালক (ট্রাফিক)ও স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি স্থলবন্দরের কার্যক্রম পরিদর্শন করেন এবং স্থলবন্দর এলাকা ঘুরে দেখেন। এক পর্যায়ে ভারত-থেকে নেমে আসা বিষাক্ত কালো পানির দিকেও নজর দেন স্থলবন্দর চেয়ারম্যান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ হাসান আলী,বাংলাদেশ স্থলবন্দরের ট্রাফিক মেম্বার জাহাঙ্গীর কবির,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আক্তার,চেয়ারম্যান দপ্তরের সহকারী পরিচালক ট্রাফিক মোঃ আনিসুর রহমান,আখাউড়া স্থলবন্দর সহকারী পরিচালক জনাব মাহমুদুল হাসান, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের ইনচার্জ হাসান আহমেদ ভুঁইয়া,আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আবদুল কাইয়ুম তালুকদার সহ স্থলবন্দরের ব্যবসায়ী,কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

সর্বশেষ