শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব ফিরেছেন মাহমুদউল্লাহ

আকাশ দাশ সৈকত

ঘরের মাঠে আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে বিসিবির ঘোষিত ১৫ সদস্যের দলে সাকিব না থাকলেও ফিরেছেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ঢাকা সিলেট এবং ঢাকায় ফিরতি ম্যাচ খেলে চট্টগ্রাম মাতাচ্ছে সাকিব-লিটনরা। তবে এরই মাঝে আজ নতুন অধিনায়ক নাজমুল হোসেনকে নিয়ে আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে চোখের ইঞ্জুরির কারণে বাংলাদেশ দলের সাথে নেই অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া দীর্ঘদিন পর বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরেছে সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ। ওয়ানডে দল থেকে বাদ গেছে তরুণ দুই ক্রিকেটার আফিফ হোসেন এবং হাসান মাহমুদ। এছাড়া দীর্ঘদিন পর দলে ফিরেছেন তাইজুল ইসলাম অন্যদিকে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছে বিপিএলে দুর্দান্ত ফর্মে থাকা স্পিনার আলিস আল ইসলাম।

একনজরে শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ দল!

টি-টোয়েন্টিঃ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদী, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান সাকিব, আলিস আল ইসলাম।

ওয়ানডে দল (প্রথম দুই ওয়ানডে) –

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।

সর্বশেষ