স্বাধীনতা দিবসে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল

আকাশ দাশ সৈকত:

আসন্ন স্বাধীনতা দিবসে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঘরের মাঠ বসুন্ধনার কিংস অ্যারেনায় ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে নামবে লাল-সবুজ প্রতিনিধিরা।

মার্চে বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে দুইটি ম্যাচ খেলার কথা ছিলো বাংলাদেশ ফুটবল দলের। ২১শে মার্চ ফিলিস্তিনের বিপক্ষে হোম এবং ২৬শে মার্চ অ্যাওয়ে ম্যাচ খেলার কথা ছিলো বাংলাদেশের। তবে এবার সেই সূচীতে এসেছে পরিবর্তন। তারিখ ঠিক থাকলেও প্রথমে অ্যাওয়ে সিরিজ এবং স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ঘরের মাঠে খেলবে তপু-জামালরা। আজ জাতীয় দল কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

এই সময় তিনি বলেন,‘ফিলিস্তিনের অনুরোধ ও আমাদের সুবিধার্থে আগে অ্যাওয়ে এবং পরবর্তীতে হোম ম্যাচ খেলার সিদ্ধান্ত হয়েছে।’

স্বাধীনতা দিবস ও রমজানের মধ্যে ম্যাচটি পড়ায় খেলার সময় এগিয়ে এনেছে বাফুফে এই প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘আমরা ম্যাচটি বিকেল সাড়ে তিনটায় শুরু করব। যাতে দর্শকরা খেলা দেখে বাসায় গিয়ে ইফতারে অংশগ্রহণ করতে পারে’-বলেন জাতীয় দল কমিটির চেয়ারম্যান।

দেশের পরিস্থিতি খারাপ হওয়ায় বর্তমানে ফিলিস্তিন অন্যদেশের মাঠ ব্যবহার করে খেলে। তাইতো ২১শে মার্চ বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি তারা খেলবে কুয়েতে। যার জন্য আগামী ২রা মার্চ থেকে সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ। এরপর ১৭ই মার্চ কুয়েতের উদ্দেশ্যে রওনা দিবে।

সর্বশেষ