ঢাকা আহ্ছানিয়া মিশনকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা আহ্ছানিয়া মিশনকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়েছে। ২২ জানুয়ারি রাত ৯ টায় স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডিস্থ্য বাসভবনে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি প্রতিনিধি দল।

এসময় মন্ত্রী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভিবাদন জানান ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক জনাব ইকবাল মাসুদ।

সাক্ষাৎকালে তামাক নিয়ন্ত্রণ প্রকল্পসহ ঢাকা আহ্ছানিয়া মিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী মিশনের কাজে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

পরে আহ্ছানিয়া মিশন ক্যানসার এন্ড জেনারেল হাসপাতালের পক্ষ থেকে স্যুভেনির তুলে দেন হাসপাতালের প্লানিং এন্ড ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক আর্কিটেক্ট কাজী শামীমা শারমিন মেঘনা। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেক্টরের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী মো. শরিফুল ইসলাম।

সর্বশেষ