না ফেরার দেশে বজ্রের হুঙ্কার খ্যাত জিজি রিভা

আকাশ দাশ সৈকত:

না ফেরার দেশে চলে গেলেন ইতালি ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা বজ্রের হঙ্কার খ্যাত লুইজি জিজি রিভা।

১২ বছরের ফুটবল ক্যারিয়ার! এর মাঝে কতো ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে ইতালির ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার মালিক হয়েছিলেন। তবে মাঠের ডিফেন্ডার আর গোলরক্ষককে বোকা বানাতে পারলেও জীবন নামক এই মহাযুদ্ধে মৃত্যুকে আর বোকা বানাতে পারলেন না বজ্রের হুঙ্কার। হার্ট অ্যাটাকের পর সার্দিনিয়ার একটি হাসপাতালে একসপ্তাহ লড়াই করে অবশেষে মৃত্যুকে বরণ করে নিলেন এই কিংবদন্তি স্ট্রাইকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর।

ইতালির হয়ে মাত্র ৪২টা ম্যাচ খেলেছিলেন জিজি রিভা। যেখানে গোল করেছেন সর্বোচ্চ ৩৫টি। এছাড়া ১৭৬৮ সালে ইতালির ইউরো চ্যাম্পিয়নশীপ জয়ে রেখেছিলেন বড় ভূমিকা। দুইবছর পর খেলেছেন বিশ্বকাপ তবে ফাইনালে ব্রাজিলের বিপক্ষে হেরে যান ৪-১ ব্যবধানে।

সর্বশেষ