আগৈলঝাড়ায় গৃহবধুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:- বরিশালের আগৈলঝাড়ায় মেয়েকে গালমন্দ করায় বিষপানে গৃহবধুর আত্মহত্যা করেছে। উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের নুরমোহাম্মাদ আকনের ছেলে সজীব আকন পাশ্ববর্তী শিহিপাশা গ্রামের গিয়াস উদ্দিন সরদারের মেয়ে শম্মা আক্তারকে সম্প্রতি বিয়ে করেন।

বিয়ের পরেও শম্মা আক্তার শ্বশুর বাড়ির বসে জিনসের পোষাক পড়ে চলাফেরা করতেন। একারনে শ্বশুর নুরমোহাম্মাদ আকন বেয়াই গিয়াস উদ্দিন সরদারের কাছে বিচার দেন। গিয়াস উদ্দিন সরদার এঘটনায় নিয়ে মেয়ে শম্মা আক্তারকে নিজ বাড়িতে বসে গতকাল বৃহস্পতিবার সকালে গালমন্দ করলে শম্মা আক্তার বৃহস্পতিবার দুপুরে কীটনাশক পান করেন। গুরুতর অবস্থায় প্রথমে আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হলে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার গভীর রাতে মারা যান।

সর্বশেষ