ব্রাহ্মণবাড়িয়ায় নির্ধারিত স্থানে পার্কিং না করায় ১৫ মোটরসাইকেল মালিককে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় নির্ধারিত স্থানে পার্কিং না করায় ১৫ মোটরসাইকেল মালিককে জরিমানা

ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মনবাড়িয়া আখাউড়া সড়ক বাজারে রাস্তায় মোটরসাইকেল অবৈধ পার্কিং করে সাধারণ জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি
করার অপরাধে ও হেলমেট বিহীন,বৈধ কাগজপত্র বিহীন, লাইসেন্স বিহীন গাড়ী চালানোর অপরাধে ১৫টি মোটরসাইকেল আরোহীকে ৭ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১১জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত পৌরসভার সড়ক বাজারের বিভিন্ন মোড়ে,আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলমের উপস্থিতিতে,উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রতি মোটরসাইকেল মালিকদের ৫শ টাকা করে,মোট ১৫টি মোটরসাইকেল মালিককে ৭ হাজার ৫শ টাকা জরিমানা করেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাবেয়া আক্তার জানান,জনসাধারণ চলাচলের রাস্তা পরিস্কার রাখার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন আইনে,ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রাস্তায় অবৈধ স্থানে গাড়ি রেখে সাধারণ জনগনের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ৫শ টাকা করে মোট ১৫ টি মোটরসাইকেল মালিককে ৭ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ