যশোরের শার্শায় নৌকা মার্কায় কাজ করায় চেয়ারম্যানের খুনের হুমকি থানায় জিডি

(যশোর জেলা) প্রতিনিধি :

নৌকার পক্ষে ভোট করায় ক্ষিপ্ত হয়ে যশোরের শার্শা (১০ নং ) সদর ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দীন তোতাকে খুনের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে তিনি শার্শা থানায় জিডি করেছেন।
জিডিতে তিনি বলেছেন, গত (৩০ ডিসেম্বর) রাত ১২টার দিকে একটি মোবাইল ফোন থেকে তার মোবাইল ফোনে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একদিনের মধ্যে খুন করে ফেলার হুমকি দিয়ে ফোন কেটে দেয়া হয়।
তিনি বলেছেন, ‘নৌকা মার্কার প্রার্থীর সাথে ভোট করতে উপজেলার বিভিন্ন এলাকায় যাচ্ছি। যারা আওয়ামী লীগ করে তাদের বাড়িতে গিয়ে নৌকার ভোট চাচ্ছি। এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার ওপর প্রচণ্ডভাবে ক্ষিপ্ত। আগে লোক মারফত বিভিন্ন কথা বলেছেন। কিন্তু সরাসরি কোনদিন বলেনি। কাল ১২ টার সময় অন্য মোবাইল দিয়ে আমাকে প্রথমেই অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে হত্যার হুমকি দেয়।
এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান বলেন, থানায় জিডি করেছেন আমাদের সিনিয়ারদের জানিয়েছি তারাতাড়ী ব্যবস্তা নেওয়া হবে৷

সর্বশেষ