সর্বশেষ
মুশফিকের আঙ্গুলে চোট আফগানিস্তান সিরিজ নিয়ে শঙ্কা!
সাংবাদিকদের বিরুদ্ধে হামলা মামলার প্রতিবাদে ভৈরবে সাংবাদিকদের মানববন্ধন
গেন্ডারিয়া থানা পুলিশ কর্তৃক চাঞ্চল্যকর দুই অটোরিক্সা চালক হত্যার রহস্য উদঘাটন গ্রেফতার-৩
ডিএমপি কমিশনার রাজারবাগে পরিবহন বিভাগ পরিদর্শন করে ও দিক নির্দেশনা প্রদান করেন
আগৈলঝাড়ায় এনজিও’র পরিচালনার দ্বন্দ্বে কার্যক্রম ব্যাহত,সেবা থেকে বঞ্চিত হচ্ছে শতশত পরিবার
‘বিপ্লব ও সংহতি দিবসে’ শহীদ জিয়ার সমাধিতে বিএনপির শ্রদ্ধা
খুলনা-মুন্সিগঞ্জ সড়ক উন্নতিকরণ ও দ্রুত সংস্কারে মন্ত্রণালয়ে আবেদন সাতক্ষীরা জেলা সমিতির
Next
Prev

ইবিতে পরীক্ষার দাবিতে অবস্থান কর্মসূচি, প্রধান ফটক আটকে বিক্ষোভ

ইবিতে পরীক্ষার দাবিতে অবস্থান কর্মসূচি, প্রধান ফটক আটকে বিক্ষোভ

ইবি প্রতিনিধি:

দ্রুত পরীক্ষা নেয়াসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতিক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। এছাড়া একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করেন তারা। শনিবার (২৫শে নভেম্বর) দুপুর ২টায় তারা প্রধান ফটক অবরোধ করেন। এতে ক্যাম্পাস থেকে কুষ্টিয়া-ঝিনাইদহগামী ২টার শিফটে শিক্ষক ও শিক্ষার্থীদের বহনকারী বাসগুলো আটকে পড়ে। ফলে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। পরে প্রক্টরিয়াল বডি ও বিভাগের শিক্ষকদের আশ্বাসে আন্দোলন থেকে সরে আসেন শিক্ষার্থীরা।

এর আগে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের তৃতীয় তলায় বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় তারা বিভাগের সভাপতির কক্ষে তালা লাগিয়ে দেন।

তাদের দাবিগুলো হলো, ২৮ নভেম্বরের মধ্যে নন ক্রেডিট পরীক্ষা নিতে হবে, এই মাসের মধ্যে চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু করতে হবে, শীতের ছুটির আগে ভাইবা শেষ করতে হবে, পরীক্ষা শেষ হওয়ার ১৪ দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে হবে এবং পরীক্ষার রেজাল্ট মার্কশিটসহ প্রকাশ করতে হবে।

শিক্ষার্থীরা জানান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা গত ৩১ এ অক্টোবর হওয়ার কথা ছিল। পরে তারা জানতে পারে তাদের ৭ জন শিক্ষার্থী প্রথম বর্ষে নন ক্রেডিট কোর্সে উত্তীর্ণ হতে পারেনি। যাদের নন ক্রেডিট কোর্সের পরীক্ষা দ্বিতীয় বর্ষের মধ্যেই শেষ করার কথা ছিল। কিন্তু অনুত্তীর্ণদের তালিকা বিভাগ এতোদিন প্রকাশ করেনি। শিক্ষার্থীরা চতুর্থ বর্ষে এসে নম্বর পত্র উত্তোলন করে জানতে পারে তারা উত্তীর্ণ হয়নি।

শিক্ষার্থীরা আরও জানান, বিভাগের সভাপতির আবেদন প্রেক্ষিতে ভিসির বিশেষ অনুমতি ছাড়া এ পরীক্ষা নেওয়া সম্ভব নয়। এই সমস্যা নিয়ে দু’মাস ধরে বিভাগের শিক্ষকদের সাথে আলোচনা করে আসলেও এখন পর্যন্ত কোন সমাধান পায়নি তারা। ফলে তারা এমন কর্মসূচি করেছেন।

এদিকে বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরিফুল ইসলাম সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। জানতে চাইলে তিনি বলেন, আমি কিছুদিন ছুটিতে ছিলাম। ছুটি শেষে এসে দেখি পরীক্ষা হয়নি। বিভাগে কিছু জটিলতা ছিল, আশাকরি দ্রুতই সমাধান হয়ে যাবে।

পদত্যাগপত্রের বিষয়ে তিনি বলেন, আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। বিভাগের শিক্ষকরা আমাকে বিষয়টি নিয়ে ভাবতে বলেছে। আমি ভেবে দেখবো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, যেহেতু এটা বিভাগের বিষয় এটার সমাধান বিভাগেই হবে। এ নিয়ে গেটে তালা দেওয়া অযৌক্তিক।

সর্বশেষ