জবির বাস ভাংচুরের ঘটনায় থানায় মামলা, আটক ৫

জবির বাস ভাংচুরের ঘটনায় থানায় মামলা,  আটক ৫

লিয়ন সরকার, জবি প্রতিনিধি বিএনপি-জামাতের তিনদিনের সর্বাত্মক অবরোধের প্রথম দিনে ক্যাম্পাসে আসার পথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র-ছাত্রীদের বহনকারী স্বপ্নচূড়া ও রজতরেখা বাসে হামলা ও ভাংচুরের ঘটনায় রাজধানীর শ্যামপুর থানা এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে শ্যামপুর থানা পুলিশ ৫ জনকে আটক করেছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) মামলা ও আটকের বিষয়টি নিশ্চিত করে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আমরা সিসি টিভি ক্যামেরা দেখে অভিযাম চালিয়ে ইতোমধ্যে ৫ জনকে আটক করেছি। বাজিদেরও অতি শীঘ্রই আটক করা হবে৷ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এর আগে বুধবার (১ নভেম্বর) স্বপ্নচূড়া বাস চালক মুজিবুর রহমান বাদী হয়ে শ্যামপুর থানায় একটি মামলা দায়ের করেন। রজত রেখা বাসের ড্রাইভার মো. এখলাছ হাওলাদার বাদী হয়ে ফতুল্লা থানায় আরেকটি মামলা দায়ের করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ছাত্র-ছাত্রীদের বহনকারী স্বপ্নচূড়া বাসে হামলার ঘটনায় বাস চালক মুজিবুর রহমানকে বাদী করে শ্যামপুর থানায় এবং রজতরেখা বাসের চালক মো. এখলাছ হাওলাদারকে বাদী করে ফতুল্লা থানায় মামলা করা হয়েছে। এর আগে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ চলাকালে গত ৩১ অক্টোবর (মঙ্গলবার) সকাল ৮ টার দিকে নারায়ণগঞ্জ থেকে ক্যাম্পাসে আসার পথে পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় স্বপ্নচূড়া নামের দ্বিতল বাসে হামলা ও ভাংচুরের এ ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা বাসে ইট-পাটকেল ছুড়ে ভাংচুর করে দুর্বৃত্তরা। একই দিনে ক্যাম্পাসে আসার পথে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায়ও দুর্বৃত্তের হামলা এ ভাংচুরের শিকার হয় শিক্ষার্থীদের বহনকারী রজরেখা বাস। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ভাংচুরের ঘটনা ঘটে। আতংকিত হয়ে পড়েন বাসে অবস্থান করা শিক্ষার্থীরা।

সর্বশেষ