PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download
হেমায়েতপুর-ভাটারা মেট্রোরেল নির্মাণের উদ্বোধন আজ

ঢাকাবাসীর স্বপ্নের মেট্রোরেল এখন বাস্তবতা। গত এক বছর ধরে উত্তরা থেকে আগারগাঁও রুটে মেট্রো যাতায়াত করলেও আজ উদ্বোধন হবে আগারগাঁও থেকে মতিঝিল অংশের। কাল (রোববার) থেকে ৩১ মিনিটে উত্তরা থেকে মতিঝিল যেতে পারবেন নাগরিকরা। পাশাপাশি আজ এমআরটি লাইন-৫ (উত্তর রুট) নির্মাণ কাজেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ লাইন হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার হবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেছেন, প্রধানমন্ত্রী দুপুর আড়াইটায় আগারগাঁও স্টেশন থেকে আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করবেন। তারপর মতিঝিল স্টেশনে আরেকটি উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তিনি মেট্রোরেল নিয়ে মতিঝিলের উদ্দেশে যাত্রা করবেন।

বিজ্ঞাপন েডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, প্রধানমন্ত্রী এমআরটি লাইন-৫ (উত্তর রুট) নির্মাণ কাজেরও উদ্বোধন করবেন। এ লাইন হেমায়েতপুর থেকে আমিনবাজার, গাবতলী, মিরপুর-১, মিরপুর-১০, বনানী ও গুলশান হয়ে ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার হবে। ৪১,২৩৯ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ হবে ২০২৮ সালে।

সর্বশেষ