PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download
স্মার্ট পার্কিং ব্যবস্থা সবখানে ছড়িয়ে দিতে হবে: ডিএমপি কমিশনার

হাসানুজ্জামান সুমন,বিশেষ-প্রতিনিধি:

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) বলেছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন স্মার্ট পার্কিংয়ের যে উদ্যোগ নিয়েছে, এটা শুধু এখানেই সীমাবদ্ধ থাকবে না, অন্যত্রও ছড়িয়ে দিতে হবে।
গতকাল বুধবার রাজধানীর গুলশানে ডিএনসিসির নগরভবনে ‘স্মার্ট অন স্ট্রিট পার্কিং’অ্যাপের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, এই স্মার্ট পার্কিং ব্যবস্থা কেবল গুলশানেই সীমাবদ্ধ থাকবে না চারিদিকে এই কার্যক্রম ছড়িয়ে পড়বে এটাই আমাদের আহ্বান। রাজধানীর যেখানে যেখানে এই উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব সেখানে এ কার্যক্রম চালু করার জন্য অনুরোধ জানাচ্ছি। এমন সব কাজে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব সময় পাশে থাকবে।
তিনি বলেন, ঢাকা শহর যে যানজটের শহর, এটা একটি গতিশীল শহরে পরিণত হবে। আশা করব সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা সবাই সম্মিলিত উদ্যোগে ঢাকা শহরের যানজট কেন্দ্রিক সমস্যা সমাধান করব এবং ঢাকা শহরকে গতিশীল করে তুলব।
কমিশনার বলেন, এই শহরে আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল পেয়েছি যে কারণে যানজট অনেকটা কমে এসেছে। একইভাবে ধীরগতির যানজটের এ শহরকে গতিশীল করতে সবাই মিলে একসঙ্গে আমাদের কাজ করে যেতে হবে। আজকের যে স্মার্ট পার্কিং, এর মাধ্যমেও ঢাকা শহরের গতি ফিরে পাবে। ঢাকা শহরের যানজট কমাতে সহযোগিতা করবে। ঢাকা শহরে যে বিপুলসংখ্যক মানুষের বসবাস সেসব মানুষের চলাচলে গতি আসবে, যা জিডিপিতেও ভূমিকা রাখবে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান বিপিএএ, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম প্রমুখ।

সর্বশেষ