PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download
রামরু-সিসিডিএ এর সাথে থিয়েটার কুবির চুক্তি স্বাক্ষর

কুবি প্রতিনিধি:

রামরো-সিসিডিএ এর সিমস প্রজেক্টের সাথে কুমিল্লার ২টি উপজেলায় ১৮ টি নাটক প্রদর্শন বিষয়ক আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেছে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় । বুধবার (৮ নভেম্বর) বিকেল ৩ টায় থিয়েটার কুবির রুমে সংগঠনের সভাপতি ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে ও সহ-সভাপতি সাফায়িত সিফাতের সঞ্চালনায় এ চুক্তি স্বাক্ষরিত হয়।

স্বাক্ষরিত চুক্তির চুক্তির উদ্দেশ্য হলো ‘কুমিল্লার দাউদকান্দি ও মুরাদনগর উপজেলায় জনসচেতনতামূলক ১৮ টি নাটক প্রদর্শন করা। নাটকের বিষয় হলো সঠিক তথ্যের অভাবে ফ্রি ভিসায় অভিবাসন কীভাবে অনিরাপদ হয় এবং অনিয়মিত ও অনিরাপদ অভিবাসনের ঝুঁকিসমূহ, অনিরাপদ অভিবাসনের প্রতিটি ধাপে কীভাবে অভিবাসীর অধিকার লঙ্ঘিত হয়, সঠিক নিয়ম মেনে দক্ষ হয়ে বিদেশ গেলে কী লাভ, অনিয়মিত অভিবাসনে ট্রাফিকিং ও মানব পাচারের ঝুঁকি ইত্যাদি অভিনয়ের মাধ্যমে জনগণকে সচেতন করা।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথি সিসিডিএ এর প্রোগ্রামার অফিসার নাজমুল আহসান বলেন, ‘আমাদের সংস্থার উদ্দেশ্য অনিরাপদ অভিবাসন থেকে কীভাবে নিজেদের রক্ষা করা যায়, সে বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা। কেউ যদি বিদেশে গিয়ে প্রতারণার শিকার হন, তাকে আইনী সহায়তাও প্রদান করি। বর্তমানে কুমিল্লা আদালতে আমাদের ৪৬ টি মামলা চলমান আছে। এছাড়া আমাদের বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে সরকার অভিবাসীদের কী কী সু্যোগ সুবিধা দিয়ে থাকেন সে বিষয়ে জানানোর চেষ্টা করি।’

প্রধান অতিথির বক্তব্যে ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহা: হাবিবুর রহমান বলেন, ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় শুরু থেকেই তাদের কার্যক্রমের অগ্রগামীতা প্রমাণ করে আসছে, যা আজকে আবারও প্রমাণিত হলো এই রামরো সিসিডিএ এর চুক্তি স্বাক্ষরের মাধ্যমে।’

তিনি আরও বলেন, ‘রামরো-সিসিডিএ এর কাছে অনুরোধ করবো তাদের সহযোগিতায় যেনো আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে জনসচেতনতা বিষয়ক একটা নাটক প্রদর্শন করতে পারি।’

থিয়েটার কুবির সভাপতি ইশতিয়াক আহমেদ বলেন, ‘সবসময় আমরা চেষ্টা করি মানবসেবা বা জনসচেতনতামূলক কাজ করার জন্য। রামরো-সিসিডিএ এর সাথে চুক্তির মাধ্যমে জনসচেতনতামূলক একটা কাজ করার সুযোগ পেয়েছি। কুমিল্লার দুটি উপজেলায় জনসচেতনতামূলক ১৮ পথনাটক প্রদর্শনের সুযোগ পাবো। আমরা আশা করি আমাদের পথনাটক এর মাধ্যমে আমরা মানুষকে সচেতন করে তুলতে পারবো।’

এছাড়াও উপস্থিত ছিলেন রামরো এর প্রোগ্রাম অফিসার আমিনা খাতুন নীলা, চান্দিনা উপজেলা সমন্বয়কারী মোঃ শাহজাহান, মুরাদনগর উপজেলা সমন্বয়কারী আব্দুর রহিম এবং প্রশিক্ষক শরীফ ইমাম হাসান, থিয়েটার কুবির সাবেক সভাপতি মহিউদ্দিন সজীবসহ থিয়েটার কুবির অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, চুক্তি অনুষ্ঠান শেষে থিয়েটার কুবির আয়োজনে ‘ফ্রি ভিসা ফাঁদে’ নাটক প্রদর্শন করা হয়।

সর্বশেষ