PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download
মানবতার মানুষ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

মোঃ আরিফুল ইসলাম, (যশোর ) প্রতিনিধিঃ-

আর্ত মানবতার সেবার ব্রতী নিয়ে বেনাপোলে সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন এর মধ্যে অন্যতম প্রতিষ্ঠান “মানবতার মানুয ফাউন্ডেশন”এর ১ম প্রতিষ্ঠা বাষিকী ও সংবধনা অনুস্ঠান- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। পথেঘাটে অবস্থান করা মানসিক ভারসাম্যহীন এবং অসহায়,দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে মানসম্মত খাবার তুলে দেওয়া,নগদ অর্থ প্রদান,শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ,রক্তশুণ্য রোগীদেরকে রক্ত দিয়ে জীবণ বাঁচানোর মত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে এই কল্যাণমুলক প্রতিষ্ঠানটি।
প্রত্যেকটি মহৎ উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।

শনিবার(১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল বাজারস্থ “ফারুক সুপার মার্কেট” এ প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী ও সংবর্ধণা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সুলতান আহম্মেদ বাবু(কাউন্সিলর,১নং ওয়ার্ড,সাদীপুর,বেনাপোল পৌরসভা)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-মোঃ হাফিজুর রহমান(সভাপতি,মানবতার মানুষ ফাউন্ডেশন,বেনাপোল)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জনাব হাবিবুর রহমান মিন্টু( প্রতিষ্টাতা,মানবতার মানুষ ফাউন্ডেশন,বেনাপোল),মোঃ মনির হোসেন(সহঃ সভাপতি,সীমান্ত প্রেসক্লাব বেনাপোল)।

প্রধান অতিথি সুলতান আহম্মেদ বাবু বলেন-“মানবতার মানুষ ফাউন্ডেশন’র মানবিক কাজের এই মহান উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। তরুণ প্রজন্মের এ সংগঠনটি মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে। তরুণদের হাতেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। নতুন প্রজন্মের এই নবযাত্রায় আমি সবসময় তরুণ প্রজন্মের এই স্বেচ্ছাসেবক কর্মীদের পাশে থাকব,ওরা আমার ছোট ভাই এর মত”।

সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় ০৬ জন অতিথি সহ প্রতিষ্ঠানটির ৩০ জন সদস্যের হাতে সন্মাননা ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি-সুলতান আহম্মেদ বাবু।

ফাউন্ডেশনের সভাপতি-মোঃ হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক-মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা যৌথ বিবৃতিতে বলেছেন-” অত্র এলাকায় সুবিধাবঞ্চিত ও অসহায়, অসচ্ছল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ছাড়াও রাতে রাস্তায় ঘুরে ঘুরে ছিন্নমূল ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। শুধু তাই নয়, ফাউন্ডেশনের পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়। ফাউন্ডেশন সবসময়ই আর্ত মানবতার সেবায় অসহায় মানুষের পাশে থাকে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে একটু সেবা করতে পেরে নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করি। সামর্থ্য অনুযায়ী আমরা সবসময়ই চেষ্টা করি মানুষের পাশে থাকার এবং তাদের কল্যাণে কাজ করার”।

অনুষ্ঠান সন্বালনায় ছিলেন- মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা(সাধারন সন্পাদক, মানবতার মানুষ ফাউন্ডেশন,বেনাপোল)।

সর্বশেষ