PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download
মাত্র ১৭ ম্যাচে মোহাম্মদ শামির ৫০!

আকাশ দাশ সৈত : মাত্র ১৭ ম্যাচ খেলে বিশ্বকাপে দ্রুততম ফিফটি উইকেটের নতুন রেকর্ড গড়লো ভারতীয় পেসার মোহাম্মদ শামি। এছাড়া প্রথম ভারতীয় বোলার হিসেবে বিশ্বকাপে ৫০ উইকেট নিয়েছেন তিনি।

কথায় আছে সকালের সূর্যটা দেখে তুমি কখনো পুরো দিনের পুর্বাভাস বলে দিতে পারোনা, যেখানে কারো সকালটা যায় রঙিন হয়ে দুপুরটা কষ্টের হয়তো অপেক্ষাটা রাতের হাসিতে….মোহাম্মদ সামির বেলায়ও হয়েছে এমনটা……

ভারতের বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়াম যেখানে ম্যাচের দ্বিতীয় ইনিংসের শুরুতে কিউই দুই ওপেনাররকে বিদায় করে ম্যাচের শুরুতে এগিয়ে ভারতকে এগিয়ে দেন মোহাম্মদ শামি। তবে এরপর সমলোচনার শিকার হন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের সহজ ক্যাচ হাতছাড়া করে। তবে শামি তো শামি সমলোচনার অপবাদ কিভাবে দুর করতে হয় তার বা কে বা বেশি জানে। ফিরে এসে সেই কেন উইলিয়ামসনের সাথে একই ওভারে ফিরিয়েছেন কিউইদের সহ-অধিনায়ক টম ল্যাথামকেও….সঙ্গে ম্যাচের সর্বোচ্চ রান করা মিচেলকে ফিরিয়ে ম্যাচের সব আলো নিজেদের দিকে নিয়ে আসেন শামি।

তার ক্যারিয়ার সেরা আর বিশ্বকাপের রেকর্ড বোলিংয়ে (৭/৫৭) দীর্ঘ একযুগ পর আবারো বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক ভারত…..!

সর্বশেষ