PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download
ভৈরবে সাংবাদিক সহ ৫ বিএনপি নেতা কর্মী গ্রেফতার

এম আর ওয়াসিম, ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধি :

ভৈরবে বিস্ফোরক মামলায় ভৈরব রেল স্টেশন এর শ্রমিক দলের নেতা ও সাংবাদিক রফিকুল ইসলাম রুবেল (২৮) কে পুলিশ গ্রেফতার করে। শহরের পঞ্চবটি এলাকার বাসিন্দা আবদুল লতিফ ( তোতা মিয়া) এর ছেলে রুবেল। রেল স্টেশন শাখার শ্রমিক দলের সাধারণ সম্পাদক সে। শুক্রবার বিকেল ৫ টার দিকে ঢাকা- সিলেট মহাসড়কের তাতারকান্দি এলাকায় অবস্থিত জান্নাত রেস্টুরেন্টের সামনে থেকে তাকে পুলিশ গ্রেফতার করে। গত বৃহস্পতিবার থানায় দায়ের করা সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইনে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়। ভৈরব থানার উপ- পরিদর্শক আবদুর রহমান জানান, গ্রেফতারকৃত রুবেল রেল স্টেশন শাখার শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও সাংবাদিক। তার মটরসাইকেলে মিডিয়ার স্টিকার লাগানো আছে। তার বাবাও সাংবাদিক হিসেবে সমাদিত । অবরোধের প্রথম দিন গত মঙ্গলবার বিএনপির মিছিলে তাকে দেখা গেছে। তার বাবা আবদুল লতিফ বিএনপির রাজনীতির সাথে
জড়িত।৷ গতকাল বৃহস্পতিবার ভৈরব থানায় পুলিশ এ্যাসাল্ট ও সন্ত্রাস দমন আইনে ৯৩ জনের নাম জানা যায় যে,৪০০ জনকে আসামী করে পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। এই দুই মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, উপজেলা ভাইস- চেয়ারম্যান আল মামুন, সাবেক পৌর মেয়র হাজি শাহিন ও সাবেক তিনজন ইউপি চেয়ারম্যানকে আসামী করা হয়। মঙ্গলবারের অবরোধ ঘটনায় বিএনপির নেতাকর্মীরা সড়কে অবরোধের চেষ্টাসহ পুলিশের ওপর আক্রমন করে। এসময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ছুঁড়ে। গত দুদিন যাবত পুলিশ বিএনপির নেতাকর্মীদের বাড়ী বাড়ী অভিযান চালিয়েছে। পুলিশের গ্রেফতার এড়াতে তারা অনেকেই পালিয়েছে। এরই প্রেক্ষিতে রুবেলকে বিস্ফোরক আইনে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়।

সর্বশেষ