PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download
ভৈরবে জমি সংক্রান্ত বিরোধে হয়রানী ও ফাসাঁনোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ):

ভৈরবে জমি সংস্ক্রান্ত বিরোধের জেরে নজরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানী ও মিথ্যা তথ্য দিয়ে ফাসাঁনোর অভিযোগ উঠেছে পৌর এলাকার লক্ষীপুর তাতাঁর কান্দি গ্রামের প্রতিবেশী শামসুন্নাহার লাভলী, মহি উদ্দিন ও সুজাতা বেগমের বিরুদ্ধে। আজ বুধবার বিকালে ভোক্তভোগী নজরুল ইসলাম ভৈরব মিডিয়া অফিসে সংবাদ সম্মেলনে জানান, গত ৩ মাস আগে তাতারকান্দি গ্রামের নাফিজা সিদ্দিকার কাছ থেকে স্থাপনাসহ ২ শতাংশের ( যাহার পুরাতন দাগ নং ৬৫২৭ এবং নতুন দাগ নং ১৩২৮ মৌজা লক্ষীপুর খতিয়ান ৪৫৭ ) উপর ১৬ লাখ টাকা দিয়ে তিনি জমি ক্রয় করেছেন । জমি কিনার পর থেকে শামসুন্নাহার লাভলী নানাভাবে হয়রানী ও মিথ্যা তথ্য দিয়ে ফাসাঁনোর জন্য চেষ্টা করছে। শুধু তাই নয় তারা নানাভাবে আমাদেরকে অত্যাচার নির্যাতন করছে। এমনকি শামসুন্নাহার লাভলী গত ৩০ শে অক্টোবর দুপুর পৌনে ২ টার দিকে আমার বসত ঘরে ঢুকে দরজা আটকিয়ে বিবস্ত্র হয়ে পড়ে। পরে আমার ডাকচিৎকারে পাশ্ববর্তী সালমা বেগম, রুমেলা খাতুন ও আমার স্ত্রী সালমা বেগমসহ স্থানীয়রা এসে তাকে পুলিশের সহায়তায় ঘর থেকে বের করে।

এ বিষয়ে আমি ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। এ বিষযে ভৈরব থানার উপ- পরিদর্শক মোঃ আলমগীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নজরুল ইসলামের বসত ঘরের ভিতরে সিটকারী খুলে শামসুন্নাহার লাভলী কে ঘর থেকে বের করে দেয় । আসলে নজরুল ইসলাম কে ফাসাঁতে চেয়েছিলো।
এ বিষযে জানতে শামসুন্নাহার লাভলীর ব্যবহৃত ০১৭৫৭-৭১৮৩৯৪ নাম্বরে একাধিকবার ফোন দিলে তার ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

সর্বশেষ