PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download
বুধবার তফসিল ঘোষণার সময় জানাবে ইসি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কখন ঘোষণা করা হবে তা আগামীকাল বুধবার প্রেস ব্রিফিং করে জানাবে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার ইসির সচিব জাহাংগীর আলম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘কবে, কখন, কীভাবে তফসিল ঘোষিত হবে তা বুধবার সকাল ১০টায় প্রেস ব্রিফিং করে জানানো হবে।’

নির্বাচন ভবনে নিজ দপ্তরে জাহাংগীর আলম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।এ সময় তিনি তফসিল ঘোষণা নিয়ে এ মন্তব্য করেন। ইসি সচিব বলেন, ‘কখন, কী হবে তা জানাতে কাল (বুধবার) আপনাদের চায়ের আমন্ত্রণ জানাচ্ছি, তখন জানাবো।ইসি সচিব আরো বলেন, ‘এটা আপনারা জানেন, ৭০ পরবর্তী যতগুলো নির্বাচনের তফসিল হয়েছে, সিইসি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জাতিকে অবহিত করেছে। এবারো সেই রেওয়াজ অব্যাহত থাকবে।ডোনাল্ড লু দলগুলোকে সংলাপের জন্য চিঠি দিয়েছে, তা তফসিল ঘোষণায় কোনো প্রভাব পড়বে কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, কোনো প্রভাব পড়বে না। প্রথম হচ্ছে সেটা সংলাপের চিঠি কি না, তা কমিশন অবহিত নয়। কারণ সেটা কমিশনে আসেনি। কমিশন নিজস্ব গতিতে সাংবিধানিক দায়িত্বের আলোকে রোডম্যাপ করেছে, সে অনুযায়ী নির্বাচন হবে।আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাহাংগীর আলম বলেন, আইন-শৃঙ্খলা বৈঠকে কমিশন তাদের নির্দেশনা দিয়েছে। তারা বলেছে কমিশন যেভাবে বলবে সেভাবেই তারা নিরাপত্তা নিশ্চিত করবে। এ বিষয়ে তাদের উদ্যোগ তারাই বললেন। গতকাল পর্যন্ত জেনেছি, ইসির নির্দেশনা অনুযায়ী তারা প্রস্তুতি রেখেছে।

সূত্র: কালেরকন্ঠ

সর্বশেষ