PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download
দলের ব্যর্থতায় মোহন ডি সিলভার পদত্যাগ

আকাশ দাশ সৈকত:

বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের ভরাডুবির দায় মাথায় নিয়ে লঙ্কান ক্রিকেট বোর্ডের (এলসি) সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মোহন ডি সিলভা।

এশিয়ার দেশ ভারতের মাটিতে বিশ্বকাপ। তাইতো চেনা কন্ডিশনে সবসময় ভয়ঙ্কর হয়ে থাকার কথা ছিলো এশিয়ার দলগুলোকে। তবে বিশ্বকাপ শুরুর পর দেখা গেল অন্য চিত্র। একের পর এক ব্যর্থতা নিয়ে বিশ্বকাপ শেষ করেছে এশিয়ার দলগুলো। যারমধ্যে অন্যতম শ্রীলঙ্কা। বিশ্বকাপের আগ মুহূর্ত থেকে শিবিরে একের পর এক ইঞ্জুরি আর বিশ্বকাপ চলাকালীন গোটা দল পরিণত হলো একটা ছোটখাটো হাসপাতালে। তাইতো দলের অবস্থা ও হয়েছে যাচ্ছে তাই। সর্বশেষ নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের কাছে হেরেছে ৩০২ রানে তবে তার চেয়েও বড় লজ্জার কথা বিশ্বকাপে টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে সর্বনিম্ন মাত্র ৫৫ রানে অলআউট হয়ে দ্বীপ দলটি।

ভারতের বিপক্ষে দলের এমন হারের পর থেকে লঙ্কান ক্রিকেটার, কোচিং স্টাফ ও নির্বাচকদের নিয়ে সমালোচনা শুরু হয়। এরই মাঝে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সেক্রেটারি মোহন ডি সিলভা পদত্যাগ করেছেন।

আজ (শনিবার) নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করেই পদত্যাগের ঘোষণা দেন এসএলসি সেক্রেটারি। ধারণা করা হচ্ছে, দলের ব্যর্থতার কারণেই তিনি সরে দাঁড়িয়েছেন। এর আগে গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে দেশটির ক্রীড়ামন্ত্রী রোশান ফার্নান্দো ব্যর্থতার দায়ভার নিয়ে বোর্ডে দায়িত্বরতদের সরে যাওয়ার আহবান জানিয়েছিলেন।

কেবল তাই নয়, এর আগে দেশের শীর্ষ ক্রিকেট প্রশাসকদের ‘বিশ্বাসঘাতক ও দুর্নীতিপরায়ণ’ বলে অভিযুক্ত করেছিলেন ক্রীড়ামন্ত্রী। সর্বশেষ দেওয়া বিবৃতিতে তিনি বলেন, ‘শ্রীলঙ্কার ক্রিকেট অফিশিয়ালদের পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই। তাদের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিৎ।’

সর্বশেষ