PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download
তফসিল ঘোষণা করায় নলতায় আ.লীগের আনন্দ মিছিল

তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় নির্বাচন কমিশনকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

বুধবার (১৫ নভেম্বর) তফসিল ঘোষণা পর পরেই নলতায় সাবেক স্বাস্থ্য মন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. আ.ফ.ম রুহুল হক এমপি আনন্দ মিছিল করে।

আনন্দ মিছিলে সাতক্ষীরাসহ কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কয়েক শত নেতা-কর্মী অংশ নেন।

এসময় ডা. রুহুল হক এমপি বলেন, তফসিল ঘোষণা করায় সাতক্ষীরায় আওয়ামী লীগের নেতাকর্মীরা উচ্ছ্বসিত। আমরা এখনো আশা করি, সকল দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সর্বাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আওয়ামী লীগকে বিজয়ী করবে।

 

সর্বশেষ