PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download
জনগণের আশা ভরসার স্থল শেখ হাসিনা-স্পীকার

হাসানুজ্জামান সুমন,বিশেষ-প্রতিনিধি:

পীরগঞ্জ এ আজ ০৬ নভেম্বর-২৩ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, সারাদেশে ব্যাপক উন্নয়ন কর্মসূচীর সফলতার জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেলে প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি বলেন, শেখ হাসিনা সরকার গঠণ করলেই জনগণ কাঙ্খিত সেবা পায়। তাই জনগণের আশা ভরসার স্থল শেখ হাসিনা।
তিনি আজ নিজ নির্বাচনী এলাকা ২৪ রংপুর-৬ এর অন্তর্গত পীরগঞ্জ উপজেলার ৯নং সদর ইউনিয়নের পথসভা, তুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মা সমাবেশ এবং উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপকারভোগীদের মাঝে সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ ব্যবস্থার আমূল পরিবর্তনের মাধ্যমে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন, শিক্ষাখাতে এককোটি শিক্ষার্থীকে শিক্ষা সহায়ক ভাতা দিচ্ছেন, রাস্তাঘাটেও ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যাক্তা ভাতাসহ গর্ভবতী ও ল্যাকটেটিং মায়েদেরও বিভিন্ন ভাতার আওতায় এনেছেন তিনি।
স্পীকার বলেন, শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষিত হয়েই নারীদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে হবে। তিনি বলেন, ১৮ বছরের আগে যেন কোন মেয়ের বিবাহ না হয়, সেটি নিশ্চিত করতে হবে।
স্পীকার বলেন, নারীদেরকে সেলাই মেশিন ও কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, নারীরা শতরঞ্জি ও মৃৎশিল্পে প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হিসেবে পারিবারিক ও দেশীয় উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
এরপর স্পীকার ৯নং সদর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডে হিলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথসভায় যোগ দেন। এসময় তিনি বলেন, পীরগঞ্জে শেখ কামাল আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে চাকরী প্রত্যাশী তরুণ-তরুণীরা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ঘরে বসেই বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হচ্ছে।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তিগত জ্ঞান অর্থনৈতিক স্বচ্ছলতার এক বিশেষ উপায়।
স্পীকার বলেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশেনায় সারাদেশের মত পীরগঞ্জেও প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। এসময় তিনি পীরগঞ্জের জনগণের নিকট আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান।
পরবর্তীতে স্পীকার তুলারাম পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মা সমাবেশে যোগদান করে বলেন যে, পীরগঞ্জের মা-বোনেদের সার্বিক অবস্থা উন্নয়নে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে এবং এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এরপর স্পীকার জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে রোগীদের জন্য প্রাপ্ত আর্থিক সহায়তার চেক, যুব উন্নয়ন অধিদপ্তরের ইম্প্যাক্ট প্রকল্পের ঋণের চেক, কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিণামূল্যে সার ও বীজ এবং পীরগঞ্জ পৌরসভার উপকারভোগীদের মাঝে বাই সাইকেল, সেলাই মেশিন, স্প্রে মেশিন এবং হুইল চেয়ার বিতরণ করেন।
জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে দুরারোগ্য ব্যাধীতে আক্রান্ত ১০ জন রোগীকে মোট ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা, কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বড়দরগাহ ইউনিয়নের ১০ জন কৃষকের মাঝে ২০ কেজি ভুট্টা বীজ, ২০০ কেজি ডিএসপি সার এবং ১০০ কেজি এমওপি সার প্রদান, পারফরম্যান্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম এর আওতায় রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে অনুদানের চেক বিতরণ এবং পীরগঞ্জ পৌরসভার উপকারভোগীদের মাঝে ২৪টি বাই সাইকেল, ১২টি সেলাই মেশিন, ১২টি স্প্রে মেশিন এবং ১২টি হুইল চেয়ার বিতরণ করেন স্পীকার।
এরপর স্পীকার জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে পীরগঞ্জের সকল কলেজের শিক্ষকগণের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং পুরস্কার বিতরণ করেন।
স্পীকার বলেন, শিক্ষক জাতির জন্য আশীর্বাদ। শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব উল্লেখ করে তিনি বলেন, সকল স্তরে শিক্ষার হার বেড়েছে। কাজেই শিক্ষকগণ যেন নিবেদিত হয়ে তাদের পেশায় নিয়োজিত থাকতে পারেন সেজন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে।
এসময় তিনি তাঁর প্রয়াত মাতা নায়ার সুলতানাকে স্মরণ করে বলেন, তাঁর মাতা ইডেন কলেজে অধ্যাপনা করেছেন এবং ঢাকা কলেজের প্রিন্সিপাল ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে অধিষ্ঠিত ছিলেন।
এরপর তিনি ফতেহপুরে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড.ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন। এসময় তিনি প্রয়াত এ মহৎ ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করেন।
রংপুর জেলার জেলাপ্রশাসক মো: মোবাশ্বের হাসান, রংপুর পুলিশ সুপার মো: ফেরদৌস আলী চৌধুরী, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হাসান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি শাহিদুল ইসলাম পিন্টু, উপজেলা প্রশাসনের সদস্যবৃন্দ, স্থানীয় ও জেলাপর্যায়ের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ