PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download
গাজীপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলা

এম এইচ শাহীন, স্টাফ রিপোর্টার। গাজীপুরের শ্রীপুর উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন দৈনিক আজকের প্রত্রিকার শ্রীপুর প্রতিনিধি সাংবাদিক রাতুল মন্ডল। রবিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসিবাজার এলাকার জাবের-জোবায়ের স্পিনিং মিলের উত্তর পাশে তার ওপর হামলার ঘটনা ঘটে। আহত রাতুল মন্ডল শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় রাতুল মণ্ডল বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। শ্রীপুর মডেল থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, ‘আজ (গতকাল) বেলা ১১টার দিকে এমসিবাজার এলাকার জাবের- জোবায়ের স্পিনিং মিলের উত্তর পাশে এক যুবককে কে বা কারা আটক করে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যাই।

যুবককে আটকের বিষয়ে তথ্য সংগ্রহের সময় আসামিরা এসে আমার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। আমি নিজেকে একজন সংবাদকর্মী পরিচয় দিলে আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং উচ্চস্বরে বলে, ওই শালা তুই সাংবাদিক, তোরে মেরে ফেললে কয় টাকা লাগবে। এই বলে আসামিরা আমার ওপর হামলা করে। পরে বিবাদীরা গালাগাল শুরু করে আমাকে এলোপাতাড়ি মারধর করে টেনেহিঁচড়ে এক আসামির অফিসে নিয়ে যায়। সেখানে আবার মারধর করে। আমি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে অসুস্থ এবং অপারেশনের রোগী, এ কথা বলার পরও আসামিরা আমাকে বেধড়ক মারধর করে। এ সময় আসামিরা সঙ্গে থাকা ১২ হাজার ৫০০ টাকা, মোবাইল ফোন, পত্রিকার পরিচয়পত্র, প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। তারা আমার গলায় চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে।’ অভিযোগে আরো বলা হয়, ‘এ সময় আমার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা সুযোগমতো পাইলে খুন করে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দিয়ে পালিয়ে যায়।’ এ বিষয়ে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. সানোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি আমরা জানতে পেরেছি। এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বশেষ