PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download
কুবি শাখা ছাত্রলীগের নয় গ্রুপের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগে বিদ্যমান নয়টি গ্রুপ বিএনপি ও সমমনা দলের ডাকা হরতাল-অবরোধের বিরুদ্ধে আলাদা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার(৯ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে রেজা-ই-এলাহী গ্রুপ বিক্ষোভ মিছিল বের করে। পরবর্তীতে বাকি গ্রুপগুলো বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মূল ফটকে এসে শেষ করে।

বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধরণ সম্পাদক ও আগামী কমিটিতে পদপ্রত্যাশী রেজা-ই- এলাহী বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি নেতাকর্মী এই আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। অতীতেও আমরা রুখে দাঁড়িয়েছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ যেন সুষ্ঠু থাকে এবং সাধারণ মানুষের জানমাল নিরাপদ রাখে সে লক্ষ্যে আমরা কাজ করে যাবো। ভবিষ্যতে জননেত্রী শেখ হাসিনা আবারও যেন সরকার গঠন করতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করে যাব।’

শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক স্বজন বরণ বিশ্বাস বলেন, ‘ আজকের কর্মসূচির মাধ্যমে বলতে চাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকে প্রতিহত করতে হলে ছাত্রলীগের রক্তের উপর দিয়ে যেতে হবে। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে বিনির্মানে আমরা ছাত্রলীগ সর্বদা প্রস্তুত ।’

নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের সভাপতি ইসরাত জাহান জেরিন বলেন, ‘বিএনপি জামায়াত জনসমর্থন ছাড়া হরতাল করে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করছে এবং নিজস্ব পিকেটারকে দিয়ে বাসে আগুন দেওয়া সহ , বিভিন্ন গরুরত্বপূর্ণ সরকারি ভবনে আগুন দিচ্ছে।আমরা সবসময় জনজীবনের জন্য বিপত্তিকর সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়ে যাব। বিএনপি- জামায়াত ৭১ সাল পরবর্তী সময় থেকে তারা কখনো দেশের সামগ্রিক, সাধারণ মানুষের অবস্থার কথা চিন্তা করেনি। তারা ব্যক্তি স্বার্থে কাজ করে গেছে। জনগণের উন্নয়নের যে রাজনীতি সে রাজনীতি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আজীবন প্রতিষ্ঠিত থাকুক। সে লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাচ্ছে।’

এছাড়াও বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এইচ এম মেহেদী হাসানের গ্রুপ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইকবাল খানের গ্রুপ, কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান হোসাইনের গ্রুপ, কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান পলাশের গ্রুপ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহর গ্রুপ, বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সিফাতের গ্রুপ।

সর্বশেষ