PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download

আমিই মনের বন্ধু’ শীর্ষক মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণের প্রথম ধাপ সম্পন্ন

আমিই মনের বন্ধু’ শীর্ষক মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণের প্রথম ধাপ সম্পন্ন

মোছা.জান্নাতী বেগম (নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি) :

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মনের বন্ধু ও ইউএনডিপির যৌথ উদ্যোগ ‘আমিই মনের বন্ধু’ শীর্ষক তিন দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা সমাপ্ত হয়েছে।গত ৪ নভেম্বর থেকে ৬ই নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের জেন্ডার-সংবেদনশীল, দ্বন্দ্ব-সংবেদনশীল এবং নিরপেক্ষ উপায়ে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রাথমিক সহায়তা প্রদান করতে সক্ষম করাই তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। এছাড়াও সাইবার-বুলিং এবং অনলাইনে হয়রানির কারণে সহপাঠীদের মধ্যে যারা মানসিক অসুবিধায় ভুগছেন তাদেরকে যেন সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারেন সে বিষয়েও তাদের প্রশিক্ষণ দেয়া হয়।
শিক্ষার্থীদের ইতিবাচক ও স্বত:স্ফূর্ত অংশগ্রহণ সময়োপযোগী এ প্রশিক্ষণটিকে আরো সহায়ক করে তোলে। মনের বন্ধু টিম ও এক্সপার্টরা আজ এই প্রশিক্ষণটি পরিচালনা করেন।

এ বিষয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর উপাচার্য ড. সৌমিত্র শেখর বলেন,” সাইবার বুলিং শুধুমাত্র একটি ডিজিটাল চ্যালেঞ্জ ই নয়, এটি একটি মানসিক স্বাস্থ্য সংকটের কারন হয়ে দাড়িয়েছে।সঠিক দিক নির্দেশনার মাধ্যমে আমরা আমদের শিক্ষার্থীদের এমন একটি পথ দেখাতে চাই যে পথে তারা ভয়ডরহীন ভাবে ও দায়িত্বশীলতার সাথে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারবে।”

উল্লেখ্য, প্রশিক্ষণটি কার্যকর করার জন্য মনের বন্ধু এবং ইউএনডিপিকে দক্ষ হাতে সহযোগিতা করছে উইমেন পিস ক্যাফে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

সর্বশেষ