PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download
‘আপনারা নির্বিঘ্নে রাস্তায় গাড়ি চালাবেন’-ডিএমপি কমিশনার

হাসানুজ্জামান সুমন,বিশেষ-প্রতিনিধি:

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) পরিবহণ মালিক সমিতির নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, অতীতের মত এখনো আপনারা নির্বিঘ্নে রাস্তায় গাড়ি চালাবেন। সরকার আপনাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে পাশে থাকবে। যদি কোন গাড়ি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। যারা সন্ত্রাসী, চোরাগোপ্তা হামলাকারী তাদের আমরা দেখিয়ে দিতে চাই যে, আমরা তাদের থেকে অনেক বেশি শক্তিশালী।
গত বৃহস্পতিবার ডিএমপি হেডকোয়াটার্সে পরিবহণ মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার এসব কথা বলেন। এসময় বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী; বাংলাদেশ সড়ক পরিবহণ সমিতির মহাসচিব ও ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিত সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহসহ পরিবহণ মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনার বলেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টা সফল হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অতীতে আপনারা আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে যেভাবে দেশপ্রেমের পরিচয় দিয়েছেন, ত্যাগের পরিচয় দিয়েছেন, শত বাধা-বিপত্তি উপেক্ষা করে আপনারা সে সময় জনগণের পাশে যেভাবে দাঁড়িয়েছেন সেটি নিঃসন্দেহে দেশপ্রেমিক বাঙালির জন্য উজ্জ্বল উদাহরণ।
তিনি আরো বলেন, অবরোধ একটি রাজনৈতিক কার্যক্রম। কিন্তু অবরোধের নামে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করা প্রচলিত আইনবিরোধী কাজ। বাংলাদেশে এখন উন্নয়নের যে ধারা রয়েছে, সারা বিশ্বে বাংলাদেশের উন্নয়ন নিয়ে গবেষণা হয়, সে সময় অবরোধের নামে এ সকল ধ্বংসাত্মক কার্যক্রম জনবিরোধী ও জনবিচ্ছিন্ন।
তিনি বলেন, পরিবহণ খাতে যে সকল শ্রমিক নিয়োজিত রয়েছেন তাদের প্রতিদিনের আয়ের ওপর তাদের জীবিকা নির্বাহ নির্ভর করতে হয়। তাদের যদি বসে থাকতে হয় তাহলে তাদের জীবন কীভাবে চলবে সে উত্তর আমাদের কারো কাছে নেই। সুতরাং এই প্রতিক্রিয়াশীল চক্রের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।
পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ঝুঁকি থাকা সত্বেও আপনারা লক্ষ টাকার গাড়ি জনগণের কল্যাণের জন্য রাস্তায় নামাচ্ছেন, এজন্য আপনাদের সাধুবাদ জানাচ্ছি।
মতবিনিময় সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার)সহ যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ