PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download
আখাউড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারদশকেও মেলেনি অপারেশন সুবিধা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলাবাসীর চিকিৎসা সেবায় একমাত্র আস্থা ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলার ৫ টি ইউনিয়ন, একটি পৌরসভা, সদর উপজেলার ১টি ইউনিয়ন ও পাশবর্তী বিজয়নগর উপজেলার আংশিকসহ প্রায় দুই লক্ষাধিক মানুষের ভরসার স্থান আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দৈনিক গড়ে ৫০০ থেকে সাড়ে ৫০০ জন রোগী এখানে চিকিৎসা সেবা নিতে আসেন। কিন্তু এ স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিষ্ঠার ৩৯ বছর পেরিয়ে গেলেও এখনো শুরু হয়নি অপারেশন সুবিধা। দীর্ঘ দেড় যুগ নষ্ট হয়ে আছে এক্সরে যন্ত্র। চিকিৎসক ও জনবল সংকটের কারণে অপারেশন থিয়েটার চালু করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

খোঁজ নিয়ে জানা যায়, ১৯৮৪ সালে নির্মিত ৩১ শয্যাবিশিষ্ট আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মাণ করা হয়। এরপর ২০১৭ সালে একটি নতুন তিনতলা আধুনিক ভবন নির্মাণ করে হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু এখনো নিয়োগ দেওয়া হয়নি প্রয়োজনীয় ডাক্তার, নার্স ও কর্মচারী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, আন্তঃবিভাগ ও বহির্বিভাগ মিলে কিন্তু প্রয়োজনীয় লোকবল সংকটের কারণে এখানে সাধারণ চিকিৎসা ছাড়া কোনো অপারেশন হয় না। এক্সরে যন্ত্রটি নষ্ট ছিল। গত মাসে নতুন এক্সরে যন্ত্র এসেছে। আগামী মাস থেকে এ যন্ত্র চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। সার্জারি ও অ্যানেসথেসিয়া ডাক্তারের পদায়ন না থাকায় অপারেশন থিয়েটার (ওটি) চালু করা যাচ্ছে না।

উপজেলার নয়াদিল গ্রামের ফায়েজ মিয়া বলেন, আমার পুত্রবধূ অন্তঃসত্ত্বা ছিল। চরম ব্যথা হচ্ছিল। ব্যথার অবস্থা বেগতিক দেখে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছিলাম। এখানে আনার পর ডাক্তার নরমাল ডেলিভারি করার চেষ্টা করে ব্যর্থ হয়ে জানান তাকে জরুরিভাবে সিজার করাতে হবে। এখানে সিজারের কোনো ব্যবস্থা না থাকায় জেলা সদরে বেসরকারি হাসপাতালে নিয়ে তাকে সিজার করাতে হয়েছে।নাছিমা বেগম নামে এক রোগী বলেন, কিছু হলেই আমাদের জেলা সদরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে যেতে হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো অপারেশন হয় না। একটু চেকআপ করাতে হলেও জেলা সদর ছাড়া কোনো বিকল্প নেই।

পৌরসভার দূর্গাপুরের আয়েশা খাতুন সহ কয়েকজন বলেন,হাসপাতালে তো ঠিকমতো পরীক্ষা—নিরীক্ষাও হয় না। ডাক্তার পরীক্ষা যা দেয় তা বাইরের ডায়াগনস্টিক থেকে করাতে হয়। আমরা দ্রুত এ স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালুর দাবি জানাই। ব্রাহ্মণবাড়িয়া যাওয়া—আসা যে কি পরিমাণ ভোগান্তি। আমরা এ ভোগান্তি থেকে রেহাই পেতে চাই।

এ বিষয়ে আখাউড়া উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হিমেল খান বলেন,দেড় বছর হলো আমি এ হাসপাতালে যোগদান করেছি। আমি যোগদান করার পর এ হাসপাতালে অনেকগুলো সার্ভিস চালু করেছি। এখানে প্যাথলজি সার্ভিস, আলট্রাসনোগ্রাফি, চক্ষু চিকিৎসাসহ বিভিন্ন সেবা দিচ্ছি। পাশাপাশি ৫০০ এমএম ডিজিটাল এক্সরে মেশিন এসছে। খুবই শিঘ্রই এক্সরে সার্ভিস চালু করতে পারবো।
জরুরী বিভাগে চিকিৎসক ২৪ ঘন্টা চিকিৎসা সেবা দিচ্ছে। এ হাসপাতালে একজন গাইনী কনসালটেন্ট আছে।আমাদের অপারেশন থিয়েটারের রিপেয়ারিং কাজ কিছু দিন আগে শেষ হয়েছে। আমাদের কিছু যন্ত্রপাতি লাগবে। একজন এনেসথিলজিস্ট এবং একজন সার্জারি কনসালটেন্টের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট চাহিদা দিয়েছি। আশা করি দ্রুত অপারেশন সার্ভিস চালু করতে পারবো।

সর্বশেষ