শ্রীলংকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে আফগানিস্তান

বিশ্বকাপের ৩০তম ম্যাচে মুখোমুখি শ্রীলংকা ও আফগানিস্তান। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী।

আজ পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে দুদল। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে।

এ ম্যাচে আফগানিস্তান একাদশে একটি পরিবর্তন এসেছে। ফজল হক ফারুকীকে জায়গা দিতে বাদ পড়েছেন নূর আহমেদ। লংকান দলে দুশমন্থ চামিরা খেলবেন। আর কুশল পেরেরার পরিবর্তে দিমুথ করুনারত্নে ফিরেছেন।

আসরে আফগানিস্তান প্রথমে ইংল্যান্ড এরপর পাকিস্তান, দুই শক্তিশালী দলকে হারিয়ে বিশ্বকাপে চমক দিয়েছে। এবার সুপার ফোরে ওঠার লড়াইয়ে নিজেদের ষষ্ঠ ম্যাচে আফগানদের প্রতিপক্ষ লংকানরা। যদিও আসরের শুরুতে কুশল মেন্ডিসরা ছন্দ খুঁজে না পেলেও শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস ও ইংল্যান্ডকে হারিয়ে কিছুটা স্বস্তি ফিরেছে।

এখন পর্যন্ত মোট ১১ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুদল। যেখানে ৭ জয় পেয়েছে শ্রীলংকা আর ৩ জয় আছে আফগানিস্তানের দখলে। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে দুইবারের দেখাতেই জয় পেয়েছে শ্রীলংকা। গত মাসে সর্বশেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল এ দুই দল। এশিয়া কাপের ওই ম্যাচে ২ রানে জিতেছিল শ্রীলংকা।

সর্বশেষ