ভৈরবে পিক-আপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ভৈরবে পিক-আপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে শিবপুরব ইউনিয়নের গাজীর টেক ব্রিজ সংলগ্ন একটি পিক-আপ ভ্যানের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়।নিহতের নাম মো.ইয়াসিন মিয়া(২১) সে উপজেলালার গজজজরিয়া ইউনিয়নের নামা পাড়ার বাসিন্দা বলে৷ জানা যায়। সে ভৈরবে স্থানীএকটি কুরিয়ার সার্ভিসে চাকরি করত বলে জানায় তার পরিবারের লোক।

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার সর্জেেন্ট জানায় এলাবাসীর ফোন পেয়ে দ্রুত ঘটস্থলে গিয়ে গাড়ি দটি ও নহতের মরদেহ থানয় নিয়ে থানায় নিয়ে ভৈরব ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি পিক-আপ ভ্যানের সাথে ভৈরবের দিক থেকে ছেড়ে যাওয়া আর মোটর সাইকেলটির সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আরোহী ইয়াসিন নহত হয়।

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার সার্জেন্ট থানা-পুলিশ সার্জেন্ট সাকের খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে এবং কাভার্ডভ্যান জব্দ করে থানায় নিয়ে আসে।

ভৈরব হাইওয়ে থানার সার্জেন্ট আরো জানায় এ বিষয় একটি মামলাপ্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ