PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৭০টি দুর্গাপূজার একযোগে শুভ উদ্বোধন

এস এম সাইফুল ইসলাম কবির :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৭০টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় মানসা কালীবাড়ি সর্বজনীন দুর্গাপূজা মন্দিরে মঙ্গল প্রদীপ জ্বেলে দেবীকে আমন্ত্রণ জানিয়ে মণ্ডপে দেবীর বোধনের মধ্যে দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
সর্বজনীন দুর্গাপূজার মহাষষ্ঠীর এই শুভ উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন। সম্মানিত অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, সহকারী অধ্যাপক আহমেদ কবির চাইনিজ, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ, এ্যাড. হিটলার গোলদার, ফারুকুল ইসলাম ওমর, সরদার আমিনুর রশিদ মুক্তি। বাগেরহাট পূজা উদযাপন কমিটির সভাপতি নিলয় কুমার ভদ্র।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মানসা কালী মন্দিরের সভাপতি রবীন্দ্রনাথ হালদার (বাটুল)। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক বাবলু কুমার আশ। অনুষ্ঠানে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অনুরোধ জানান।
বাগেরহাটে
ফকিরহাট ইউনিয়ন মৎস্যজীবি লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
এস এম সাইফুল ইসলাম কবির :
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ ফকিরহাট সদর ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় আমতলা মোড় প্রাঙ্গনে এ সম্মেলনের শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের আহবায়ক শেখ আ: গফফার।
উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সদস্য নিশিকান্ত রাজবংশী’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, শেখ মোস্তাহিদ সুজা, যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড. হিটলার গোলদার, আইন বিষয়ক সম্পাদক ্এ্যাড. শেখ মো. কামরুল হাসান, বাগেরহাট জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক মহব্বত ঢালী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সুমন মল্লিক, উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সদস্য সচিব সহাদেব বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের জেলা শাখার সভাপতি শেখ আ: সবুর।
সম্মেলনের দ্বিতীয় পর্বে ফকির মো. শরিফুল্লাহকে সভাপতি ও মাসুদ রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এসময় আওয়ামী মৎস্যজীবি লীগ, আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।#
বাগেরহাটের
ফকিরহাট মৌভোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
এস এম সাইফুল ইসলাম কবির :
বাগেরহাটের ফকিরহাট মৌভোগ অগ্রগামী যুব সংঘের আয়োজনে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার আছরবাদ অনুষ্ঠিত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান আলোচক ছিলেন রংপুর ত্ব-হা যিন নুরাইল ইসলামিক স্কুলেল পরিচালক ইসলামিক স্কলার আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামী, অফিসার্স ইনচার্জ মো. আশরাফুল আলম, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক মোজাহিদুর রহমান মোজা, অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. জাহাঙ্গির হোসেন। তাফসিরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করেন বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ধমর্ীয় শিক্ষক মাওলানা আব্দুস ছত্তার শেখ।

সর্বশেষ