PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছে: বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আমিরুল আলম মিলন

এস এম সাইফুল ইসলাম কবির:

বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আমিরুল আলম মিলন বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনসহ বিভিন্ন সম্মাননা ও সুযোগ সৃষ্টি করেছেন। তারই ধারাবাহিকতায় আজ মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে পানির জলাধার বিতরণ করা হচ্ছে।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মাঠে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড. শাহ-ই-আলম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণের জলাধার ‘রেইন ওয়াটার হারর্ভেস্টিং’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার বীর মুক্তিযোদ্ধাদের জন্য ‘মুজিববর্ষের উপহার’ হিসেবে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) সাহায্যে ‘জিটুপি’ পদ্ধতিতে ভাতার প্রচলন করেছে। ফলে কারও কাছে আর চাইতে হবে না। সরাসরিই তারা সেলফোনে টাকা পেয়ে যাবেন। কারণ স্বাধীন দেশে বীর মুক্তিযোদ্ধারা অসম্মানিত হন, তা হতে পারে না।

এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আলহাজ্ব লিয়াকত আলী খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলক ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম। শুভেচ্ছা বক্তব্য দেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুল ইসলাম।

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত বিতরণী সভা শেষে ৬৫ জন বীর মুক্তিযোদ্ধাকে পানির জলাধার প্রদান করা হয়।

সর্বশেষ