PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download
পূজার পর কাল খুলছে কুবি

কুবি প্রতিনিধি:

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে দেওয়া ৯ দিনের ছুটির পর আগামী রবিবার থেকে খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি)।

শনিবার (২৮ অক্টোবর) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আমিরুল হক চৌধুরী ।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী বলেন, ‘ বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী আগামীকাল রবিবার (২৯ অক্টোবর) থেকেই একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।’

রবিবার (২৯ অক্টোবর) বিএনপির দেওয়া সকাল সন্ধ্যা হরতালের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এর জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের উপর কোন প্রভাব পড়বে না। বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী কাল থেকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।’

উল্লেখ্য, আগামী ২২ অক্টোবর থেকে ২৬  অক্টোবর পর্যন্ত সকল প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম বন্ধ হলেও বন্ধের আগে ও পরে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সর্বমোট ৯দিন বন্ধ পায় শিক্ষার্থীরা।

সর্বশেষ