PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download
ঢাকায় পুলিশ,জামাত ও বিএনপির সংঘর্ষে আহত পুলিশ সদস্য-৪১ নিহত-১

হাসানুজ্জামান সুমন,বিশেষ-প্রতিনিধি:
আজ শনিবার (২৮ অক্টোবর)ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)র কাকরাইল,মতিঝিল,পল্টন এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয় এতে পুলিশের ৪১ সদস্য আহত ও নিহত-১। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন এ তথ্য গণমাধ্যমকে জানান। রাজারবাগ পুলিশ হাসপাতালে ২২ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন আহত পুলিশ সদস্য চিকিৎসাধীন। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া হয়েছে। কিন্তু ঠিক কতগুলো অ্যাম্বুলেন্স পুড়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। বেশ কয়েকটি স্থানে আগুন দেওয়া হয়েছে।
শনিবার দুপুর একটার পর থেকে প্রধান বিচারপতির বাসভবনের সামনে সংঘর্ষ শুরু হয়। সেটি পরে পুরো কাকরাইল এলাকায় ছড়িয়ে পড়ে।
কাকরাইল অডিট ভবনের সামনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বিজিবিও।
এ সময় টিয়ার শেল নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চালায় পুলিশ। অন্যদিকে, বিএনপির নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে পুলিশের ওপর।
ওপরদিকে বিএনপির অনেক নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে নাইটিঙ্গেল মোড়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, কারা হামলা করেছেন এখনও চিহ্নিত করা যায়নি। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সংঘর্ষ ও হাতাহাতের কারণে বিএনপির সমাবেশ বন্ধ করে আগামী রবিবার সারা দেশব্যাপী হরতাল ঘোষণা করে।

সর্বশেষ