PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download
ডি ককের সেঞ্চুরির পর ক্লাসেন-মিলার ঝড়, বাংলাদেশের সামনে রানের পাহাড়

আগে ব্যাট করা দক্ষিণ আফ্রিকা কত ভয়ংকর, চলমান বিশ্বকাপে এরই মধ্যে সেটি টের পেয়েছে শ্রীলংকা, অস্ট্রেলিয়ার মতো দলগুলো। আজকে বাংলাদেশের ওপর দিয়ে একই ঝড় বইয়ে দিয়েছেন প্রোটিয়া ব্যাটাররা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৮২ রানের পাহাড়সম স্কোর গড়েছে তারা।

দক্ষিণ আফ্রিকার হয়ে ১৭৪ রান করেছেন দলটির ওপেনার কুইন্টন ডি কক। চলমান বিশ্বকাপে এটিই এখন সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। ৪৯ বলে ৯০ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হয়েছেন হেনরিখ ক্লাসেন। ১৫ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন ডেভিড মিলার। চারে নেমে ৬০ রান করেছেন অধিনায়ক এইডেন মার্করাম।

বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আজ মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাটিং বেছে নিয়ে শুরুতেই বিপদে পড়ে প্রোটিয়ারা। ৩৩ রানের মাথায়ই ওপেনার রেজা হেনড্রিকসকে সরাসরি বোল্ড করেন পেসার শরিফুল ইসলাম। দলের সঙ্গে আর ৩ রান যোগ হতেই আবার উইকেটের পতন। স্পিনার মেহেদী হাসান মিরাজের বলে এলবিডাব্লিউ হয়ে ফেরেন দলটির সেরা ব্যাটার রাসি ভ্যান ডার ডাসেন।

এরপর বাংলাদেশের বোলারদের ওপর পাল্টা আক্রমণ শুরু করেন ডি কক ও অধিনায়ক এইডেন মার্করাম। বাংলাদেশের বোলারদের হতাশ করে নিজেদের জুটিকে নিয়ে যান একশ রানের ওপরে। শেষ পর্যন্ত জুটি ভাঙেন বাংলাদেশের অধিনায়ক সাকিব। ১৬৭ রানের মাথায় মার্করামকে লিটন দাসের ক্যাচ বানালে ভাঙে ১৩১ রানের এই জুটি। এরপর জুটি বাঁধেন ডি কক ও হেনরিখ ক্লাসেন। ঝোড়ো গতিতে ব্যাট চালান এই দুজন। মাত্র ৮৭ বলে গড়েন ১৪২ রানের জুটি। ৪৬তম ওভারের প্রথম বলে ৩০৯ রানের মাথায় ডি কককে ফেরান হাসান মাহমুদ। তবে ডি কক ফিরলেও আরেক পাশে তাণ্ডব অব্যাহত রাখেন ক্লাসেন। শেষ ওভারে আউট হওয়ার আগে ২ চার ও ৮ ছক্কায় করেছেন ৯০ রান। আরেক পাশে ১ চার ও ৪ ছক্কায় ৩৪ রানে অপরাজিত ডেভিড মিলার।

সর্বশেষ