PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download
জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ আটক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও নির্বাহী পরিষদের অন্যতম সদস্য সিনিয়র আইনজীবী মতিউর রহমান আকন্দকে আটক করেছে পুলিশ। জামায়াতের ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ১০টার পর উত্তরার ১৪ নং সেক্টর ১৮ নং সড়কের বাসা ঘিরে রাখে পুলিশ। ১১টা ১০ মিনিটের দিকে তাকে একটি এম্বুলেন্সে করে নিয়ে গেছে।

পরিবারের সদস্যরা জানান, মতিউর রহমান আকন্দ খুবই অসুস্থ। গতকাল (মঙ্গলবার) রাতে এমআরআই করা হয়েছে। আজকেই ডাক্তারের পরামর্শে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হওয়ার কথা ছিলো। দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছেন। তার বাইপাস সার্জারি করা হয়েছে।

সর্বশেষ