PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download
চুম্বন আর নগ্নদৃশ্যে অভিনয় করে বারবার আলোচনায়, নাম পাল্টিয়েছেন বাবার ওপর অভিমান করে

‘খোয়াইশ’, ‘মার্ডার’ বলিউডে সাড়া ফেলেছিলেন মল্লিকা শেরাওয়াত। ২০০৩ ও ২০০৪ সালে মুক্তি পাওয়া এই সিনেমার কল্যাণে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন তিনি। ছবির তুলনায় বিতর্ক তাঁর নামের পাশে বরাবরই বেশি। তবে ১০ বছর ধরে অভিনয়ে অনিয়মিত মল্লিকা। আজ এই অভিনেত্রীর জন্মদিন। জন্মদিনে দেখুন মল্লিকার দুই ডজন ছবি, জেনে নিই কিছু তথ্য

১ / ২৪
ভারতের হরিয়ানার হিসারে এক অভিযাত পরিবারে ১৯৭৬ সালের ২৪ অক্টোবর মল্লিকার জন্ম
ভারতের হরিয়ানার হিসারে এক অভিযাত পরিবারে ১৯৭৬ সালের ২৪ অক্টোবর মল্লিকার জন্মছবি : ইনস্টাগ্রাম

২ / ২৪
 রক্ষণশীল পরিবারে অনেক বিধিনিষেধের মধ্যে বড় হয়ে ওঠেন তিনি। ছোট থেকেই পরিবারে প্রচলিত নিয়মনীতি মানতেন না তিনি। চেয়েছিলেন বিনোদন জগতেই নাম লেখাবেন
রক্ষণশীল পরিবারে অনেক বিধিনিষেধের মধ্যে বড় হয়ে ওঠেন তিনি। ছোট থেকেই পরিবারে প্রচলিত নিয়মনীতি মানতেন না তিনি। চেয়েছিলেন বিনোদন জগতেই নাম লেখাবেনছবি : ইনস্টাগ্রাম

৩ / ২৪
বাবা মুকেশ কুমার লাম্বা চাইতেন না মেয়ে অভিনয় করুক। এমনকি এই পেশাকে খুব ভালো চোখে দেখতেন না তিনি
বাবা মুকেশ কুমার লাম্বা চাইতেন না মেয়ে অভিনয় করুক। এমনকি এই পেশাকে খুব ভালো চোখে দেখতেন না তিনিছবি : ইনস্টাগ্রাম

৪ / ২৪
 তাঁর বাবার ধারণা ছিল, মেয়ে অভিনয়ে গিয়ে পরিবারের নাম ডোবাবে। সমাজে আর মুখ দেখানো যাবে না
তাঁর বাবার ধারণা ছিল, মেয়ে অভিনয়ে গিয়ে পরিবারের নাম ডোবাবে। সমাজে আর মুখ দেখানো যাবে নাছবি : ইনস্টাগ্রাম

৫ / ২৪
বাবার প্রতি অভিমান করে তাই নিজের নামটাই পাল্টে ফেলেন রিমা। হয়ে যান ‘মল্লিকা’
বাবার প্রতি অভিমান করে তাই নিজের নামটাই পাল্টে ফেলেন রিমা। হয়ে যান ‘মল্লিকা’ছবি : ইনস্টাগ্রাম

৬ / ২৪
 বাবা ভর্ৎসনা না করলে বলিউডে হয়তো রিমা লাম্বা নামেই পরিচিত হতেন তিনি। যদিও মুকেশ কুমার লাম্বার নামটি আজ মল্লিকার জন্যই পরিচিত!
বাবা ভর্ৎসনা না করলে বলিউডে হয়তো রিমা লাম্বা নামেই পরিচিত হতেন তিনি। যদিও মুকেশ কুমার লাম্বার নামটি আজ মল্লিকার জন্যই পরিচিত!ছবি : ইনস্টাগ্রাম

৭ / ২৪
 নাম পাল্টে পিতৃতান্ত্রিকতার গালেও একটা চপেটাঘাত করতে চেয়েছেন মল্লিকা। তাই নামের শেষে লাম্বার বদলে জুড়ে দিলেন মায়ের বংশের পদবি ‘শেরাওয়াত’। বলিউডে ঢোকার শুরুর দিকে মা সন্তোষ শেরাওয়াতই পাশে দাঁড়িয়েছিলেন
নাম পাল্টে পিতৃতান্ত্রিকতার গালেও একটা চপেটাঘাত করতে চেয়েছেন মল্লিকা। তাই নামের শেষে লাম্বার বদলে জুড়ে দিলেন মায়ের বংশের পদবি ‘শেরাওয়াত’। বলিউডে ঢোকার শুরুর দিকে মা সন্তোষ শেরাওয়াতই পাশে দাঁড়িয়েছিলেনছবি : ইনস্টাগ্রাম

৮ / ২৪
‘হিসস’ ছবিতে অনেকটা নগ্ন হয়ে ক্যামেরার সামনে শট দিয়েছেন মল্লিকা ছবিতে ইচ্ছাধারি সাপের চরিত্রে অভিনয় করেছেন তিনি
‘হিসস’ ছবিতে অনেকটা নগ্ন হয়ে ক্যামেরার সামনে শট দিয়েছেন মল্লিকা ছবিতে ইচ্ছাধারি সাপের চরিত্রে অভিনয় করেছেন তিনিছবি : ইনস্টাগ্রাম

৯ / ২৪
দিল্লি পাবলিক স্কুলের পরে মল্লিকার পড়াশোনা দিল্লি বিশ্ববিদ্যালয়ের মিরান্ডা হাউস কলেজে। দর্শনশাস্ত্রে স্নাতক হন তিনি
দিল্লি পাবলিক স্কুলের পরে মল্লিকার পড়াশোনা দিল্লি বিশ্ববিদ্যালয়ের মিরান্ডা হাউস কলেজে। দর্শনশাস্ত্রে স্নাতক হন তিনিছবি : ইনস্টাগ্রাম

১০ / ২৪
স্নাতক হওয়ার পরে তিনি বিমানসেবিকা হিসেবে এক এয়ারলাইনসে যোগ দেন। সেখানেই পরিচয় হয় পাইলট করণ সিং গিলের সঙ্গে
স্নাতক হওয়ার পরে তিনি বিমানসেবিকা হিসেবে এক এয়ারলাইনসে যোগ দেন। সেখানেই পরিচয় হয় পাইলট করণ সিং গিলের সঙ্গেছবি : ইনস্টাগ্রাম

১১ / ২৪
২০০০-এ বিয়ে করেন মল্লিকা এবং করণ সিং গিল। কিন্তু এক বছরের মধ্যেই বিবাহিত জীবনে দমবন্ধ মনে হতে থাকে মল্লিকার
২০০০-এ বিয়ে করেন মল্লিকা এবং করণ সিং গিল। কিন্তু এক বছরের মধ্যেই বিবাহিত জীবনে দমবন্ধ মনে হতে থাকে মল্লিকারছবি : ইনস্টাগ্রাম

১২ / ২৪
বিবাহবিচ্ছেদের পরে মডেলিংয়ে নতুন কেরিয়ার শুরু করেন মল্লিকা
বিবাহবিচ্ছেদের পরে মডেলিংয়ে নতুন কেরিয়ার শুরু করেন মল্লিকাছবি : ইনস্টাগ্রাম

১৩ / ২৪
বিজ্ঞাপনে অমিতাভ বচ্চন, শাহরুখ খানের সঙ্গে অভিনয় করে দ্রুত জনপ্রিয়তার প্রথম সারিতে চলে আসেন মল্লিকা। এ বার তিনি ঠিক করেন বলিউডে অভিনয় করবেন
বিজ্ঞাপনে অমিতাভ বচ্চন, শাহরুখ খানের সঙ্গে অভিনয় করে দ্রুত জনপ্রিয়তার প্রথম সারিতে চলে আসেন মল্লিকা। এ বার তিনি ঠিক করেন বলিউডে অভিনয় করবেনছবি : ইনস্টাগ্রাম

১৪ / ২৪
 কিন্তু প্রথমেই ছবিতে অভিনয়ের সুযোগ এল না। পরিবর্তে তিনি মিউজিক ভিডিও অভিনয় করলেন। ২০০২ সালে তাঁকে ছোট ভূমিকায় দেখা গেল ‘জিনা সির্ফ মেরে লিয়ে’ ছবিতে। পরের বছর সুযোগ পেলেন বি গ্রেডের ছবি ‘খোয়াইশ’-এ
কিন্তু প্রথমেই ছবিতে অভিনয়ের সুযোগ এল না। পরিবর্তে তিনি মিউজিক ভিডিও অভিনয় করলেন। ২০০২ সালে তাঁকে ছোট ভূমিকায় দেখা গেল ‘জিনা সির্ফ মেরে লিয়ে’ ছবিতে। পরের বছর সুযোগ পেলেন বি গ্রেডের ছবি ‘খোয়াইশ’-এছবি : ইনস্টাগ্রাম

১৫ / ২৪
বলিউডের পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে একাধিক ছবিতে কাজ করেছেন অভিনেত্রী  ২০০৫ সালে জ্যাকি চ্যানের চিনা ভাষায় ছবি ‘দ্য মিথ’ দিয়ে আন্তর্জাতিক স্তরে ডেবিউ হয় মল্লিকার
বলিউডের পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে একাধিক ছবিতে কাজ করেছেন অভিনেত্রী ২০০৫ সালে জ্যাকি চ্যানের চিনা ভাষায় ছবি ‘দ্য মিথ’ দিয়ে আন্তর্জাতিক স্তরে ডেবিউ হয় মল্লিকারছবি : ইনস্টাগ্রাম

১৬ / ২৪
জ্যাকি চ্যানের বিপরীতে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন
জ্যাকি চ্যানের বিপরীতে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেনছবি : ইনস্টাগ্রাম

১৭ / ২৪
 ২০০৪-এ মুক্তি পেল ‘মার্ডার’। মহেশ ভাটের প্রযোজনায় অনুরাগ বসুর পরিচালনায় এই ছবির সুবাদে সেই জনপ্রিয়তা ও পরিচয় পেলেন মল্লিকা, যার জন্য তিনি পুরোপুরি বলিউডমুখী হয়েছিলেন
২০০৪-এ মুক্তি পেল ‘মার্ডার’। মহেশ ভাটের প্রযোজনায় অনুরাগ বসুর পরিচালনায় এই ছবির সুবাদে সেই জনপ্রিয়তা ও পরিচয় পেলেন মল্লিকা, যার জন্য তিনি পুরোপুরি বলিউডমুখী হয়েছিলেনছবি : ইনস্টাগ্রাম

১৮ / ২৪
‘মার্ডার’ ছবিতে এক সাহসী চরিত্রে অভিনয় করে রীতিমতো সাড়া ফেলেছিলেন মল্লিকা
‘মার্ডার’ ছবিতে এক সাহসী চরিত্রে অভিনয় করে রীতিমতো সাড়া ফেলেছিলেন মল্লিকাছবি : ইনস্টাগ্রাম

১৯ / ২৪
মার্ডার, ওয়েলকাম, ডাবল ধামাল, ডার্টি পলিটিকস, শাদি সে পহেলেসহ আরও অনেক ছবিতে কাজ করেছেন তিনি
মার্ডার, ওয়েলকাম, ডাবল ধামাল, ডার্টি পলিটিকস, শাদি সে পহেলেসহ আরও অনেক ছবিতে কাজ করেছেন তিনিছবি : ইনস্টাগ্রাম

২০ / ২৪
‘খোয়াইশ’-এ মল্লিকার নায়ক ছিলেন হিমাংশু মালিক। এই ছবিতে মল্লিকার মোট ১৭টি চুম্বনদৃশ্য ছিল।
‘খোয়াইশ’-এ মল্লিকার নায়ক ছিলেন হিমাংশু মালিক। এই ছবিতে মল্লিকার মোট ১৭টি চুম্বনদৃশ্য ছিল।ছবি : ইনস্টাগ্রাম

২১ / ২৪
বেশ কিছুদিন কাজ থেকে দূরে থাকার পর এখন ওয়েবে নাম লেখালেন মল্লিকা। তারই প্রচারে এসে ক্যারিয়ারের শুরুর দিককার এই গল্প শোনালেন মল্লিকা। তিনি বলেন, ‘এটা পিতৃতান্ত্রিকতার বিরুদ্ধে আমার প্রতিবাদ। বাবা বলেছিল, “সিনেমাতে গেলে ও পরিবারের নাম ডোবাবে। আমি তোমাকে ত্যাগ করছি।”’
বেশ কিছুদিন কাজ থেকে দূরে থাকার পর এখন ওয়েবে নাম লেখালেন মল্লিকা। তারই প্রচারে এসে ক্যারিয়ারের শুরুর দিককার এই গল্প শোনালেন মল্লিকা। তিনি বলেন, ‘এটা পিতৃতান্ত্রিকতার বিরুদ্ধে আমার প্রতিবাদ। বাবা বলেছিল, “সিনেমাতে গেলে ও পরিবারের নাম ডোবাবে। আমি তোমাকে ত্যাগ করছি।”’ছবি : ইনস্টাগ্রাম

২২ / ২৪
শেষবার ‘ডার্টি পলিটিক্স’ ছবিতে নগ্ন দৃশ্যে দেখা গিয়েছিল মল্লিকাকে নগ্ন অবস্থায় গায়ে ভারতের পতাকা জড়িয়ে বিধানসভার বাইরে একটি গাড়ির ওপর বসেছিলেন তিনি এই পোস্টারে বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল
শেষবার ‘ডার্টি পলিটিক্স’ ছবিতে নগ্ন দৃশ্যে দেখা গিয়েছিল মল্লিকাকে নগ্ন অবস্থায় গায়ে ভারতের পতাকা জড়িয়ে বিধানসভার বাইরে একটি গাড়ির ওপর বসেছিলেন তিনি এই পোস্টারে বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল

২৩ / ২৪
কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। ছবি: এএফপি
কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। ছবি: এএফপি

২৪ / ২৪
‘আরকে/আরকে’র একটি দৃশ্যে মল্লিকা
‘আরকে/আরকে’র একটি দৃশ্যে মল্লিকাছবি : ইনস্টাগ্রাম

 

সর্বশেষ