PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download
গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন, একদিনেই ৪০০ ফিলিস্তিনিকে হত্যা

ইসরায়েলের আগ্রাসন থামানোর যেন কেউ নেই। চরম মানবিক সংকটের মধ্যেও গাজায় বোমাবর্ষণ তীব্র থেকে আরও তীব্র করেছে ইসরায়েলি বাহিনী। তাতে গেলো একদিনেই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪০০ ফিলিস্তিনি।

ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা রণক্ষেত্র পরিণত করেছে নেতানিয়াহুর সরকার। এই বর্বরতার বিরুদ্ধে একদিকে আরব দুনিয়ার প্রতিবাদ অন্যদিকে বিক্ষোভ হলেও তাতে কান দিচ্ছে না ইসরায়েলি প্রশাসন।

কিন্তু তার দাবির সঙ্গে গাজার বাস্তবতা পুরোপুরি ভিন্ন। চারদিকে কেবল ধ্বংসযজ্ঞ আর বাতাসে লাশের গন্ধ। বিমান হামলায় নিহতদের অধিকাংশই নারী ও শিশুসহ সাধারণ ফিলিস্তিনি।

ফিলিস্তিনের স্থানীয় সংবাদমাধ্যমগুলোয় বলা হচ্ছে, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে রবিবারের বোমা হামলার মাত্রা ছিল সবচেয়ে জোরালো। ওয়াফা সংবাদমাধ্যমে জানা গেছে, কোনও সতর্কবার্তা না দিয়েই বেসামরিক স্থাপনায় বোমা ফেলা হচ্ছে।

ইরসায়েলি বাহিনীর দীর্ঘদিনের দখলদারিত্ব ও দমন-পীড়নের প্রতিবাদে গত ৭ অক্টোবর ভূখণ্ডটিতে হামলা চালায় হামাস। তাতে ১৪শ’র বেশি মানুষ নিহত হন। ওইদিন থেকে গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েল। যা এখনও চলমান। গত ১৫ দিনে সাড়ে ৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

 

সর্বশেষ