PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download
ইবি ছাত্রলীগের হরতাল বিরোধী বিক্ষোভ-সমাবেশ

ইবি প্রতিনিধি:

বিএনপি-জামায়েতের হরতালের নামে সন্ত্রাস-নৈরাজ্য-হত্যার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। বিএনপি-জামায়েতের সকল ধরণের অপতৎপরতা রুখতে সর্বদা সোচ্চার আছেন বলে জানিয়েছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় দলীয় টেন্ট থেকে মিছিল বের করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসহ ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় তারা “শিবির পাবি যেখানে ধোলাই হবে সেখানে, অবৈধ হরতাল মানিনা মানব না, আর নয় হেলাফেলা এবার হবে ফাইনাল খেলা, মৌলবাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশান” ইত্যাদি স্লোগান দিতে থাকে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

ইবি ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে কর্মসূচিতে সহ সভাপতি মৃদুল হাসান রাব্বি, মামুনুর রশিদ ও নাইমুর রহমান জয়, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম ও হোসাইন মজুমদার এবং সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখসহ সংগঠনটির প্রায় দুইশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ‘গতকাল (শনিবার) সমাবেশে একজন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে তারা তাদের খুনের রাজনীতি ও নৈরাজ্যের রাজনীতির আবারো প্রমাণ দিয়েছে। বিএনপি যে সন্ত্রাসীর দল, মানুষ মারার দল গতকাল সেটা দেশের জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে।’

সংগঠনের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ‘দেশের এই অভাবনীয় উন্নয়নের সময়ও দেশী এবং আন্তর্জাতিক চক্র থেমে নেই। তারা বিভিন্নভাবে দেশে নৈরাজ্য সৃষ্টি করার চক্রান্ত করছে। সাধারণ জনগণ আজ বিএনপি-জামাতের অবৈধ হরতালকে লালকার্ড দেখিয়েছে। দেশের জনগণ এখন উন্নয়নে বিশ্বাসী। বিশ্ববিদ্যালয়ে এই হরতলের কোনো ধরনের প্রভাব পড়বে না। স্বাভাবিক ক্লাস পরীক্ষা চালু রাখতে ছাত্রলীগ সবসময় পাশে থাকবে।’

সর্বশেষ