PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download
ইবি ক্যাম্পাসে ফায়ার স্টেশন স্থাপনের দাবি

ইবি প্রতিনিধি-

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে ফায়ার সার্ভিসের কোন স্টেশন নেই। ফলে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটলে প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। যে কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ফায়ার সার্ভিসের স্টেশন স্থাপনের অনুরোধ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি।

তথ্য মতে, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১৫ হাজারের অধিক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী রয়েছে। এ ছাড়া অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবন এবং আবাসিক হলসহ সবমিলিয়ে ২০টিরও অধিক ভবন রয়েছে ১৭৫ একরের এই বিশ্ববিদ্যালয়টিতে। পুরো ক্যাম্পাসে মোট চারটি সাব-স্টেশনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তবে ক্যাম্পাসে কোন ফায়ার স্টেশন নেই। ফলে কোন দুর্ঘটনা ঘটার আগেই ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

ক্যাম্পাসে ফায়ার স্টেশন স্থাপনের দাবিতে গত ১৮ অক্টোবর প্রক্টরের কার্যালয় থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ স্বাক্ষরিত ওই আবেদনে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং তৎসংলগ্ন অঞ্চলে কোন ফায়ার স্টেশন নেই। ক্যাম্পাস হতে শৈলকুপা থানা ফায়ার স্টেশনের দুরত্ব আনুমানিক ২০ কিলোমিটার এবং কুষ্টিয়া সদর থানা ফায়ার স্টেশনটি প্রায় ২৬ কি:মি: দুরত্বে অবস্থিত। ইসলামী বিশ্বদ্যিালয়ে বর্তমান ৮ টি আবাসিক হলে প্রায় চার হাজার শিক্ষার্থী অবস্থান করছে। আরও চারটি বড় হল নির্মাণাধীন রয়েছে। এছাড়াও ক্যাম্পাসে প্রায় ২০টি আবাসিক, একাডেমি ও প্রশাসনিক ভবন রয়েছে। যে কোন সময়ে এইসব ভবনসমূহে বৈদ্যুতিক/ অন্য কোনভাবে অগ্নিসংযোগের কারণে দুর্ঘটনা হলে প্রানহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি ঝুঁকি রয়েছে। ফলে জরুরী বিবেচনায় ক্যাম্পাসে একটি ফায়ার স্টেশন স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন প্রক্টরিয়াল বডি।

এদিকে ক্যাম্পাসের আশেপাশে চারটি বড় বাজার রয়েছে। ক্যাম্পাসে ফায়ার স্টেশন স্থাপিত হলে তারাও এই পরিসেবার আওতায় সুবিধা ভোগ করতে পারবেন বলেও আবেদনে উল্লেখ করা হয়।

এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান জানান, “এটা বিশ্ববিদ্যালয় চাইলেই তো হবে না, গভার্নমেন্টেরও ডিজায়্যার থাকতে হবে। আমি আবেদনটা পাওয়ার পর ইঞ্জিনিয়ারের কাছে দিয়েছি। এখন কোথায় এবং কীভাবে কি করা যায় সে বিষয়ে ইঞ্জিনিয়ার নোট রেডি করে দেবে। তারপর আমি ভিসির অনুমোদন নেবো। পরে বিষয়টি লেখা শেষ হলে ভিসি সেটা ফরওয়ার্ড করবে।”

সর্বশেষ