PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download
অবসরের ইঙ্গিত মাহমুদউল্লাহর

আকাশ দাশ সৈকত:

২০২৩ বিশ্বকাপ! ভারতের অনুষ্ঠিত হওয়া বৈশ্বিক এই আসরের পর আর কোন আইসিসির বড় টুর্নামেন্টে দেখা যাবে না বিশ্বের অনেক তারকাকে এইবার সেই তালিকায় নিজেকে যুক্ত করলেন বাংলাদেশী অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়ে দিলেন এটি তার শেষ বিশ্বকাপ।

আইসিসির বড় কোন টুর্নামেন্ট মানে মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত পারফরম্যান্স। ২০১৫ বিশ্বকাপ এরপর ২০১৭ চ্যাম্পিয়ন ট্রফি কিংবা ২০১৯ বিশ্বকাপের পর এবার ২০২৩ বিশ্বকাপ আইসিসির এই বড় আসরগুলোতে রিয়াদ নিজেকে ঠিকই নিয়ে গেছে অনন্য উচ্চতায়। তবে এইবার সেই রিয়াদ জানিয়ে দিলেন নিজের অবসরের কথা।

আইসিসির ভিডিওতে রিয়াদ বলেন, ‘দেশের হয়ে অনেকদিন ধরেই খেলছি আমি। ২০০৭ সালে আমার অভিষেক হয় বাংলাদেশের জার্সিতে। এরপর অনেক সময় হয়ে গেলো আমি খেলছি, আইসিসি ইভেন্টে চারটি সেঞ্চুরি করতে পারায় আসলে আমি নিজেকে ভাগ্যবানই মনে করি।’

এরপরই নিজের শেষ বিশ্বকাপের কথাও বলেন দ্য সাইলেন্ট কিলার, ‘সত্যি কথা বলতে এটাই আমার শেষ বিশ্বকাপ। এরপর বাংলাদেশের হয়ে আমি আর কতদিন খেলতে পারবো তা নির্ভর করছে আমার শরীর এবং পারফর্ম্যান্সের উপর। তবে খুব তাড়াতাড়ি হোক বা আরও কিছু সময় পরেই হোক, আমাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হবে।’

সর্বশেষ