সিরাজ-হার্দিকের বোলিং তোপে এশিয়াকাপের শিরোপা ভারতের ঘরে

আকাশ দাশ সৈকত
মোহাম্মদ সিরাজ এবং হার্দিক পান্ডিয়ার বোলিং তোপে এশিয়াকাপের ফাইনালে শ্রীলঙ্কা উইকেটে হারিয়ে সপ্তমবারের মতো এশিয়াকাপের শিরোপা নিজেদের ঘরে তুললো ভারত!

আজ কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি স্বাগতিক শ্রীলঙ্কা। দলীয় ১ রানের মাথায় জাসপ্রীত বুমরাহর শিকার হয়ে ফিরেন ওপেনার কুশল মেন্ডিস। সঙ্গীকে হারিয়ে দ্রুত ফিরেন অন্য ওপেনার পাথুম নিশাঙ্কা ও। শুরুর এমন বিপর্যয়ে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কার টপ অর্ডাররা। নিজের প্রথম ওভার করতে শেষে ফিরিয়ে দেন লঙ্কান ব্যাটার সামারাবিক্রমা এবং গত ম্যাচের জয়ের নায়ক চারিথ আসালাঙ্কার সাথে ধনঞ্জয়া ডি সিলভাকে।

মাত্র ১২ রানে পাঁচ উইকেট হারিয়ে বসা লঙ্কানদের হয়ে এইদিন কুশল মেন্ডিস আশার আলো দেখালেও ব্যক্তিগত ১৭ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরতে হয় অভিজ্ঞ এই ব্যাটারকে। শেষদিকে হার্দিক পান্ডিয়ার বোলিং তোপে মাত্র ৫০ রানের মাথায় গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ভারতের হয়ে মাত্র ২১ রান খরচায় ৬ উইকেট নেন মোহাম্মদ সিরাজ। তিনটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া অন্য উইকেটটি নেন জাসপ্রীত বুমরাহ।

জবাব দিতে নেমে দুই ওপেনারের মারকুটে ব্যাটিংয়ে মাত্র ৬.১ ওভারে জয়ের বন্ধরে পৌঁছে যায় ভারত। ১৯ বলে ২৭ রানে অপরাজিত থাকেন শুভমান গিল অপরদিকে ১৮ বলে ২৩ রান আসে ইশান কিষানের ব্যাট থেকে।

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ৫০/১০ (১৫.২ ওভার)
কুশল মেন্ডিস ১৭ (৩৪) হেমান্ত ১৩ (১৫)
সিরাজ ৬/২১ পান্ডিয়া ৩/৩

ভারত ৫১/০ (৬.১ ওভার)
গিল ২৭* (১৯) ইশান ২৩* (১৮)

ফলাফলঃ ভারত ১০ উইকেটে জয়ী।

ম্যাচসেরাঃ মোহাম্মদ সিরাজ
সিরিজ সেরাঃ কুলদীপ যাদব

সর্বশেষ