শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১ সেপ্টেম্বর ২০২৩) সকালে শরীয়তপুর জেলা বিএনপি’র উদ্যোগে শহরের ধানুকা এলাকায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শরীয়তপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি সফিকুর রহমান কিরণের সভাপতিত্বে ও সহ-সভাপতি শাহ মো. আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শিল্পপতি সাঈদ আহমেদ আসলাম, সহ-সভাপতি সিরাজুল হক মোল্যা। এদিকে, শরীয়তপুর জেলা যুবদল নেতা এ্যাড. মৃধা নজরুল কবির বিশাল মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপি নেত্রী রাজিয়া সুলতানা রাণী, জেলা বিএনপি’র সহ-সভাপতি বিএম হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, প্রবাসী কল্যাণ সম্পাদক ভিপি নাজমুল হক বাদল, পৌরসভার সভাপতি এ্যাড. লুৎফর রহমান ঢালী, সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী, জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্যা, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী, জেলা যুবদল নেতা এ্যাড. মৃধা নজরুল কবির, আলী আহম্মেদ মোল্যা, আজাদ মাল, জিয়াউল হক মোল্যা, সেলিম বেপারী, মোফাজ্জেল হোসেন মোল্যা, খোকন মোল্লা, সুমন খান, মনজুর হাসান, মহিলা দলের সভাপতি আল আসমা উল হুসনা, জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী পান্থ তালুকদার, পারভেজ খান, ইমাম মোল্যা প্রমূখ। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতৃত্ব অংশগহণ করেন।
এসময় বিএনপি নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবি জানান।
অনুষ্ঠানে শরীয়তপুর পৌরসভার ৭নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি আবুল হাসেম সরদার দুধ দিয়ে গোসল করে ধানের শীষ হাতে নিয়ে বিএনপিতে যোগদান করেন।