মেসি ম্যাজিকে জয় দিয়ে শুরু আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই

আকাশ দাশ সৈকত
লিওনেল মেসির ম্যাজিকে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ঘরের মাঠে আজ ইকুয়েডরের বিপক্ষে খেলতে নেমে হঠাৎ যেন ছন্দপতন আর্জেন্টিনা দলে। আক্রমণ কিংবা বল দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধেই স্বাগতিকদের বেশ বড় পরিক্ষা পেলেছে দক্ষিণ আমেরিকার আরেক দল ইকুয়েডর। ফলে এলোমেলো ফুটবল খেলা আর্জেন্টিনার কাজ থেকে সুযোগ পেয়ে গোল করার চেষ্টায় ছিলো ইকুয়েডর। তবে গোলশূন্য সমতায় রেখে বিরতিতে যেতে হয় দুই দলকে।

প্রথমার্ধে প্রতিপক্ষের গোলবারে ব্যর্থতার পর দ্বিতীয়ার্ধে আক্রমণে আরও ধার বাড়ায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ফলাফলও আসে শেষ মুহূর্তে। ম্যাচের ৭৮ মিনিটে ডি-বক্সের বাইরে বিপজ্জনক জায়গায় লাওতারো মার্টিনেজকে ফাউল করে বসেন ইকুয়েডরের এক ফুটবলার। যেই পজিশনটা ছিল মেসির ফ্রি কিক থেকে গোল করার সবচেয়ে আদর্শ জায়গা। সেখান থেকেই নেওয়া মেসির ফ্রি কিকটি জাল খুঁজে পেতে ভুল হলো না। শেষদিকে আর কোন গোল না হলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সর্বশেষ